আসাদুল্লাহ গালিব
২০১৫ সালে ফ্রিল্যান্সিং শুরু করে কাজ করেছি বিভিন্ন মার্কেটপ্লেস এ এবং মার্কেট এর বাইরের ক্লায়েন্ট এর সাথে, টিম নিয়ে! কাজ করতে করতে করতে যে সব অভিজ্ঞতা জমা হয়েছে সেগুলা লিখতে ভালো লাগে। ফ্রিল্যান্সিং এর বাইরেও আমি একজন কম্পিউটার বিজ্ঞান এর ছাত্র তাই কম্পিউটার আর টেকনোলজি নিয়েই বেশী সময় অতিবাহিত হয়। আমি জানি, কম্পিউটার আর টেকনোলজির সমন্বয় করে আমাদের শিক্ষিত বেকার রা স্বাবলম্বি হতে পারেন সহজেই। তাদের শুধু একটু গাইড দরকার, পথে এগিয়ে দেয়া দরকার, একটু কাধে হাত রেখে বলা দরকার আছি সাথে, তুমি পারবে।