টেকনোলজির এই যুগে, একটা ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আর পর্যাপ্ত ট্রেইনিং নিয়ে নিজের বেকারত্ব কাটিয়ে তোলা যায় অথচ আমাদের দেশে ৪৮% শিক্ষিত মানুষ বেকার। এত বিশাল জনগোষ্ঠি নিয়ে ভাবার মত মানুষ তেমন একটা নেই। উলটা তাদের নিয়ে অনেকে ব্যাবসা করতে ব্যাস্ত।
টেক এলার্ট মুলত এই শিক্ষিত বেকার তরুন সমাজ এর জন্য তৈরি। এই ব্লগে প্রকাশিত সব কন্টেন্ট অনলাইন এ ইনকাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, অভিজ্ঞতা, টেকনোলজি, কাজের সুযোগ এর ব্যাপারে লিখা এবং ভবিশ্বতের লেখা গুলো এই টপিকে লেখা হবে। আমরা মনে করি, পর্যাপ্ত তথ্য আর গাইড লাইন তরুনদের অনলাইন এ কাজ করতে আগ্রহী করে তুলবে। এক সময় তরুন রা নিজের কাজের ব্যাবস্থা নিজেই করতে পারবে।
তরুনদের জন্য আমরা ইউটিউবে কাজ করা শুরু করেছিলাম অনেক আগেই ইউটিউবে টেক এলার্ট ইউটিউব চ্যানেলে এবং তার ধারাবাহিকতায় এখন আমরা এখানে ব্লগ কনটেন্ট বানানো শুরু করেছি। ইউটিউবে নিয়মিত ভিডিও কনটেন্ট আপলোড দেয়ার পাশাপাশি ব্লগে বিস্তারিত দেয়া হবে।
আমরা ব্লগিং বা ইউটিউবিং করে পুরো সমাজটা বদলে দিব আর সকল ইউথ এর কাজের ব্যাবস্থা করব এটা কখনই চিন্তা করি না। তবে আমরা চাই, যদি কিছু মানুষ কে কাজের ব্যাপারে জানাতে পারি, যদি একজন বেকারও আমাদের ব্লগ থেকে কাজের রাস্তা পায়, আমরা সার্থক। পাশাপাশি, আমাদের দেখা দেখি অন্যরাও এক সময় এভাবেই শুরু করবে এবং এক সময় সবাই মিলে আমার এগিয়ে যাবো, আমাদের দেশ এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা!
যদি আমাদের ব্লগে লিখতে চান তাহলে লেখা রেডি করে আমাদের কে ইমেইল করতে পারেন। আমাদের টার্ম এন্ড কন্ডিশন পেইজ এ লেখা পাঠানোর ব্যাপারে বিস্তারিত বলা আছে। এর বাইরে, ব্লগ সম্পর্কিত যে কোন মতামত, সাজেশন বা কারেকশ ব্লগ মেইনটেইন করার জন্য নুন্যতম খরচ থাকায়, ব্লগে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এর বাইরে কোন ব্যাবসায়িক চিন্তা ভাবনা থেকে এই ব্লগ পরিচালনা করা হয় না।
টেক এলার্ট এর সোস্যাল প্রফাইল সমুহঃ
ফেজবুকঃ https://www.facebook.com/techalertbangla
লিংকডিনঃ https://www.linkedin.com/company/techalertbd
ইউটিউবঃ http://youtube.com/c/TechAlertBD
ধন্যবাদ,
টেক এলার্ট টিম