টেক এলার্ট বাংলা বিজ্ঞাপনঃ
ব্যাবসা,পন্য বা সার্ভিস যেটাই হোক না কেন, প্রচারেই প্রসার! টেক এলার্ট বাংলা ব্লগ এবং টেক এলার্ট বাংলা ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপনের (Tech Alert Bangla Ads) মাধ্যমে প্রচার এর সুযোগ নিয়ে এসেছে। আমাদের ব্লগ এবং ইউটিউব চ্যানেলে মুলত ফ্রিল্যান্সিং, অনলাইন এ আয় এবং টেকনোলজি নিয়ে কনটেন্ট বানিয়ে থাকি।
বিজ্ঞাপনের ধরনঃ
ইউটিউব চ্যানেলের এর জন্যঃ আমাদের চ্যানেলের ভিডিওতে অনেক ধরনের বিজ্ঞাপন দেয়া যেতে পারে।
১। সাধারন স্পন্সরশীপঃ কোম্পানি,পন্য বা সেবা অন্য কোন মার্কেটিং এর জন্য, সাধারনত ২ ধরনের বিজ্ঞাপন দেয়া যেতে পারে স্পন্সর হিসেবে।
- ১ম ক্যাটাগরিঃ যে কোন ভিডিও এর শুরুতে ১০-৩০ সেকেন্ড এর ইন্ট্রডাকশন, আপনার কোম্পানি,পন্য বা সেবা অন্য কোন মার্কেটিং এর উপর। এবং ভিডিও এর শেষে কোন স্পেসিফিক অফার বা ইনফরমেশন বলা।
- ২য় ক্যাটাগরিঃ যে কোন ভিডিও এর শুরুতে ৩০ সেকেন্ড থেকে ১মিনিট এর ইন্ট্রডাকশন, আপনার কোম্পানি,পন্য বা সেবা অন্য কোন মার্কেটিং এর উপর। সাধারনত, ১ম ক্যাটাগরি থেকে ২য় ক্যাটাগরির মুল্য কম হয়ে থাকে।
২। কাস্টম ভিডিওঃ সার্ভিস, কোম্পানি, অফার বা ক্যাম্পেইন নিয়ে কাস্টম ডেডিকেটেড ভিডিও। যেখানে কোম্পানির পরিচয় থেকে সব কিছু সহ, মুল ক্যাম্পেইন কে ফোকাস করে কনটেন্ট বানানো হবে।
টেক এলার্ট বাংলা ব্লগের জন্যঃ টেক এলার্ট বাংলা ব্লগে কাস্টম বিজ্ঞাপন দেয়া যাবে। এ ক্ষেত্রে নুন্যতম ১মাস এর জন্য প্রতিটি বিজ্ঞাপন ডিল হয়ে থাকে।
- ১ম ক্যাটাগরিঃ ব্যানার এড এর জন্য ব্যানার প্লেস ফিক্স করে যোগাযোগ করতে হবে। সাধারনত, মুল পাতার হেড, সাইডবার, কন্টেন্টট ইন্সাইড এ ব্যানার বিজ্ঞাপন দেয়া যাবে। ব্যানার ডিজাইন করে দিলে, মুল্য কম হয়ে থাকে।
- ২য় ক্যাটাগরিঃ কাস্টম ডেডিকেটেড আর্টিকেল বিজ্ঞাপন দেয়া যেতে পারে। এ ক্ষেত্রে, নির্ধারিত ক্যাটাগরির কনটেন্ট এর সাথে লিংক, ব্যানার সহ পোস্ট করা হয়। ব্লগের সাধারন্সাইজ ১০০০ ওয়ার্ড তবে আলোচনা সাপেক্ষে কম বেশী হতে পারে।
- ৩য় ক্যাটাগরিঃ ব্যাক-লিংক হিসাবে ব্লগে বিজ্ঞাপন দেয়া যাবে। আমাদের কোন এক্সিস্টিং কনটেন্ট এর মধ্য কোন লিংক বসাতে পারবেন। সাধারনত, এই ক্যাটাগরির বিজ্ঞাপন এর মুল্য সব চেয়ে কম হয়ে থাকে।
বিজ্ঞাপনের মুল্যঃ
আমাদের ব্লগ বা ইউটিউব এ বিজ্ঞাপন দিতে আগ্রহী হলে আমাদের কে ইমেইল করতে পারেন। ইমেইল এ বিস্তারিত লিখবেন। আমরা আপনাকে রিপ্লাই করব এবং বিজ্ঞাপনের মুল্য নিয়ে আলোচনা করব। আমাদের কে চাইলে, ফেজবুক পেইজ এ রিচ করতে পারেন।
আমাদের ফেজবুক এবং ইমেইলঃ
১। ads@techalertbangla.com (Use this email for business purpose only )
২। mdasadullah893@gmail.com
৩। facebook.com/techalertbangla
উল্লেখ্য, আমাদের সব স্পন্সার কনটেন্ট ২ বার আমাদের ফেজবুক সহ, সব সোস্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করা হয় এবং এর জন্য আলাদা কোন চার্জ নেয়া হয় না।
বর্তমানে আমাদের পেইজ এ ১২০০ এক্টিভ মেম্বার, গ্রুপ এ ৫০০ মেম্বার এবং অন্য একাউন্ট গুলোতে একই রকম মেম্বার রয়েছে। আমাদের ফলোয়ার প্রতিনিয়ত বাড়ছে।
যে স্কল বিজ্ঞাপন আমরা গ্রহন করি নাঃ আমরা কয়েকটি ক্যাটাগরির বিজ্ঞাপন গ্রহন করি না যার মধ্য উল্লেখ যগ্য হচ্ছে, কোচিং বা ফ্রিল্যান্সিং ট্রেইনিং সেন্টার সংক্রান্ত বিজ্ঞাপন, বেটিং ওয়েব সাইট এবং ফরেক্স সাইট, এডাল্ট সাইট, ইলিগ্যাল সার্ভিস সংক্রান্ত! অনুগ্রহ করে, এই সব ক্যাটাগরির বিজ্ঞাপন এর জন্য আমাদের অনুরোধ করবেন না।
বিজ্ঞাপনের জন্য পেমেন্ট প্রসিডিউরঃ Tech Alert Bangla Ads বা টেক এলার্ট এ বিজ্ঞাপন এর স্থান, সময় নির্ধারিত করার পর আমরা মুলত বিজ্ঞাপনের জন্য পেমেন্ট নিয়ে কথা বলি। পেমেন্ট ফিক্স হয়ে গেলে ৫০% পেমেন্ট মোবাইল ব্যাংকিং, ব্যাংক বা সরাসরি আমাদের কাছে পৌছে দিতে হবে। বাকী ৫০% বিজ্ঞাপন লাইভ হওয়ার ৭ দিনের মধ্য পরিশোধ করতে হবে অন্যথায় বিজ্ঞাপন সরিয়ে দেয়া হবে। উল্লেখ্য, কোন ভাবেই পেমেন্ট রিফান্ডেবল বা ক্যান্সেল যগ্য নয়। এবং মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করলে কোন এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না।
বিজ্ঞাপন ডিজাইনঃ বিজ্ঞাপন দাতা নিজেই ডিজাইন সরবরাহ করবেন। এ ক্ষেত্রে বিজ্ঞাপনের সাইজ অনুযায়ী বিজ্ঞাপন ডিজাইন করতে হবে অন্যথায় এডস বা বিজ্ঞাপন সঠিক ভাবে দেখা না গেলে টেক এলার্ট কর্তৃপক্ষ দ্বায়ী থাকবে না। বিজ্ঞাপন লাইভ হওয়ার পর সঠিক কারন ব্যাক্ষা করে ২ বার ডিজাইন বদলানো যাবে। তবে, ব্যাখ্যা সঠিক না হলে এই সুযোগ পাবেন না।
ডিজাইন টেক এলার্ট এর মাধ্যমে করিয়ে নিতে পারবেন তবে এ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ অতিরিক্ত খরচ বহন করতে হবে। ডিজাইন করার পর বিজ্ঞাপন লাইভ হলে ৫ বার বিজ্ঞাপন বদলানো যাবে শর্ত সাপেক্ষে। উল্লেখ্য, বিজ্ঞাপন ডিজাইন এর ক্ষেত্রে কোন ভাবে।
সব ঠিক থাকলে আমাদের সাথে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন!