ফেজবুক এড অনেক বেশী ইম্পর্টেন্ট! যারা এফকমার্স এর মাধ্যমে ফেজবুকে পন্য সেল করেন যেমন টিশার্ট, অর্গানিং খাদ্য, ড্রেস, টেক ইকুয়েপমেন্ট তাদের সেল অনেকটা নির্ভর করে ফেজবুক এডস এর উপর। ফ্রি মার্কেটিং করে অনেক সময় লাগে আর ফিডব্যাক খুব বেশী না হওয়াতে অনেকেই ফ্রি মার্কেটিং এ আগ্রহী হয় না। ইদানিং অনেকে অভিযোগ করে আসছেন, ফেজবুক এডস থেকে আশানুরুপ ফলাফল পাচ্ছেন না। কয়েকটি ভুলের কারনে ফেজবুক থেকে আমরা সঠিক ফিডব্যাক পাই না।

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন

ফেজবুক এডস দেয়ার সময় ভুল টার্গেটিং এর কারনে আমাদের সেল আসে না। ভুল টার্গেটিং এর কারনে এডস ফেইলুর এর সাথে সাথে রেপুটেশনও ফেইল করে। ফেজবুক এডস এর টার্গেটিং টা একটু ক্রিটিক্যাল। কে বা কারা ইউজার সেটা নয়, কারা বায়ার তাদের টার্গেট করতে হয়।

ধরেন, একটা প্রডাক্ট সেল করবেন যেটা ৪০-৪৫বহচর বয়সী মানুষ ইউজ করবে, সেক্ষেত্রে টার্গেটিং করার সময় তাদের ই টার্গেট করা লাগবে। অন্য এইজ এর টার্গেট করলে সেল আসবে না। এটা সিম্পল তবে এই মেথড সব এডস এ এপ্লিকেবল না।

যেমন মনে করেন, ভ্যালেনটাইন্স ডে এর জন্য একটি ফিমেল আংটি সেল করতে চান অনলাইন এ। এখন ১৮-৩২বছর বয়সী মেয়েদের টার্গেট করে যদি এডস বুষ্ট দেন তাহলে এডস ফেইল করবে। কারন, যদিও আংটি টি মেয়েরাই ব্যাবহার করবে, তারা কন্তু কিনবে না। কিনবে ছেলেরা, যারা তাদের কে গিফট করতে পারে অথবা কিনেও দিতে পারে।

ফেজবুক এড এর সমস্যা সমাধান না করে যতই এড দেন কাজ হবে না – টেক এলার্ট

প্রতিটি এডস এর আগে, এনালাইসিস করে দেখা লাগবে, কারা কিনবেন এবং তাদের কে টার্গেট করা লাগবে। যদি এভাবে, টার্গেটেড বুষ্ট দেয়া যায়, তাহলে এডস থেকে সেলও আসে আর ভিজিটরদের কাছে পেজ এর গ্রহনযগ্যতা বাড়ে।

এড ডিজাইন এর কারনে ফেজবুকের অনেক এডস ফেইল করে থাকে। অনেকে মনে করে, ডিজাইন এর মধ্য সব তথ্য দিলেই সেটা ভিজিটরদের কাছে গ্রহনযগ্যতা পাবে। মানুষের সামনে গেলেই, মানুষ সেটা গ্রহন করবে এর কোন গ্যারান্টি নেই। যদিও ফেজবুক এড এ টেক্সট এর সাইজ ফিক্স করে দেয়া আছে, অনেকে সেটা বাইপাস করে নানা সিস্টেম এ।

এডস ডিজাইন এ যে পরিমান টেক্সট এলাউড, সেটাই ব্যাবহার করা লাগবে খুব সতর্কতার সাথে। এডস ডিজাইন ক্লিন রাখা লাগবে, এপেলিং হওয়া লাগবে। ইউজার কে ক্লিক করতে আগ্রহী করে তোলা লাগবে। যদি বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠান এর পেজ গুলোর এডস দেখেন, তাহলে বুঝতে পারবেন।

ভুল সময়ে এডস দেয়ার জন্য অনেক সময় এডস ফেইল করে। উইকএন্ড এ মানুষ ফ্রি থাকে। তখন অনলাইন এ কিনতে অনেকে আগ্রহি হয় না কারন তারা মার্কেটিং এ যেতে পারে। আবার উইক শুরু হওয়ার সময় কিছু কেনার দরকার হয় না। ইউকেন্ড শুরু হওয়ার আগে আগে যদি এডস দেয়া যায়, সেটার কনভার্শন ভালো হয়। আর, উইকেন্ড এ যদি অফার দেয়া হয় তাহলে সেল ভালো আসে।

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই

এই ৩টি মেজর সমস্যা ছাড়াও আরও কিছু সমস্যা থাকতে পারে।   এই সমস্যা গুলো সমাধান না করার জন্য, আপনার ছোট্ট বিসনেস, যেটা নিয়ে আপনার অনেক স্বপ্ন, সেটা বড় হচ্ছে না। ব্যাবসা বৃদ্ধির জন্য, ওয়েব সাইট এ ট্রাফিক বারাতে ফেজবুক এড অনেক বড় একটা অপশনস। তাই, এখন থেকে ট্রাই করুন সমস্যা গুলো নিয়ে কাজ করতে।

আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Email Template Design by Tech Alert QnA Previous post ইমেইল টেমপ্লেট ডিজাইন করে আয় করুন ১০-২০ডলার প্রতিদিন!
ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট Next post ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট! শেষ সাইটের নাম কেউ জানেন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ