আমরা ইতিমধ্য ফাইভার কি এর টিউটোরিয়াল থেকে জেনে গেছি ফাইভার মার্কেট এ কাজ করা হয় মোস্টলি গিগ দিয়ে। গিগ কিভাবে দিতে হয়, কিভাবে প্রফেশনাল মানের গিগ দিয়ে বায়ার এর দৃষ্টি আকর্ষন করা লাগে সে সব জানার আগে, গিগ এর বিস্তারিত জানা দরকার। Fiverr Gig Glossary বা ফাইভার গিগ এর বিস্তারিত জানাতেই আজকের আর্টিকেল! একটা গিগ এ অনেক গুলো ইনফর্মেশন থাকলেও, কিছু কিছু যায়গা আমাদের হাত নেই। শুধু মাত্র, গিগ পোস্ট করতে আমাদের যা যা লাগে সেগুলা নিয়েই লেখা হয়েছে এখানে। অনেকের কাছে এই আর্টিকেল ভালো নাও লাগতে পারে, তবে মনে রাখবেন, মার্কেট এ এখন নতুনদের জন্য অনেক কঠিন কাজ পাওয়া। আপনি, গিগ এর টার্মস গুলো যত ভালো করে জানবেন, ততই ভালো হবে সেগুলার বেষ্ট ইউটিলাইজ করা।

১। গিগ টাইটেলঃ আমরা যখন সার্ভিস অফার করি, সবার উপরে ডিসপ্লে করে এবং সবার প্রথমে, ১লাইনের একটি টাইটেল লিখতে হয়। গিগ টাইটেল হচ্ছে মুলত কি সার্ভিস দিচ্ছি সেটার সংক্ষিপ্ত প্রকাশ।

২। গিগ ইমেজ বা গ্যালারী ছবিঃ আমাদের গিগ যখন মার্কেট এ লাইভ হবে, সার্চ রেজাল্ট এ আসবে তখন গিগ টাইটেল এর নিচে যে ছবি দেখা যায় সেটাই গিগ ইমেজ বা গ্যালারি ছবি। গিগ গ্যালারিতে প্রথমিক ভাবে ৩টি ছবি যুক্ত করা যায় যার মধ্য ১টি প্রাইমারি ছবি আর বাকী ২টি সেকেন্ডারি ছবি। গিগ গ্যালারিতে ছবির বদলে ভিডিও যুক্ত করা যায় তবে এক্ষেত্রে ভিডিও প্রাইমারি ছবির যায়গা দেখাবে এবং ছবি থাকলে সেগুলা সেকেন্ডারি ছবির যায়গা দেখাবে।

ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড


৩। গিগ ডেস্ক্রিপশনঃ গিগ ডেস্ক্রিপশন হচ্ছে সার্ভিসের এর বর্ননা। ১২০০ শব্দের মধ্য কি সার্ভিস দিচ্ছেন, কিয়াবে দিবেন, অন্যদের থেকে আলাদা কেন সব মিলিয়ে লিখতে হবে।

৪। প্রাইসিং টেবিলঃ সার্ভিস এর জন্য কত টাকা নিতে চাচ্ছেন, কি কি দিবেন সেটাই হচ্ছে প্রাইসিং টেবিল। ফাইভার এ Fiverr Gig Glossary বা ফাইভার গিগ এর চার্জ পইয়াকেজ আকারে হয়। ৩টি প্ইয়াকেজ এ ভাগ করে চার্জ করা যায় প্রতিটি গিগ এ।

৫। গিগ এক্সট্রাঃ প্ইয়াকেজ চার্জ বা সিংগেল চার্জ হোক, চার্জ এর সাথে অতিরিক্ত সার্ভিস যুক্ত করে অতিরিক্ত চার্জ করা যায়। যেটাকে ফাইভার এ গিগ এক্সট্রা বলা হয়ে থাকে। যেমন, হয়ত দিতে পারেন, ২৪ ঘন্টায় সার্ভিস ডেলিভার এর জন্য অতিরিক্ত ২০ডলার দিতে হবে। এটা তাহলে গিগ এক্সট্রা হবে।

ফাইভার নতুন একাউন্ট? পাঁচ পরামর্শ মেনে চললে কাজের অভাব হবে না কখনও!


৬। এফএকিউঃ এফএকিউ(FAQ) হচ্ছে, ফ্রিকুয়েন্টলি আস্কিং কোয়েশ্চেন, আপনার সার্ভিস কিনতে বায়ার এর মনে কি কি কমন বা সাধারন কোয়েশ্চেন আসতে পারে সেগুলা এবং সেই প্রশ্নের উত্তরই হচ্ছে এফএকিউ।

৭। ট্যাগ বা কিওয়ার্ডঃ সার্ভিস সার্চ করার সময় কি কি ওয়ার্ড লিখে বায়ার সার্চ দিতে পারে, কি কি শব্দ গিগ রিলেটেড সেগুলাকে কি-ওয়ার্ড বা ট্যাগ বলা হয়। প্রটিটি গিগ এ ৫টি কিওয়ার্ড যুক্ত করা যায়।

৮। গিগ মাল্টিপলঃ একটা গিগ বায়ার এক সাথে কয়বার অর্ডার করতে পারবে সেটাই গিগ মাল্টিপল। যেমন ধরেন, আপনার একটি গিগ আছে ৫টা মাল্টিপল লেভেল এ। গিগ এর চার্জ যদি ১০ ডলার হয় তাহলে বায়ার সর্বচ ৫০ডলার এর অর্ডার করতে পারবে এই গিগ এ। সোজা কথায়, গিগ টা এক সাথে কতবার কেনা যাবে ই গুগ মাল্টিপল।

অন্য সেলারদের থেকে ১০ হাত এগিয়ে থাকতে চাইলে, ফাইভার টার্মস জানুন এখনই


৯। গিগ ইমপ্রেশনঃ ফাইভার এর কোন ইউজার (বায়ার/সেলার) যখন কোন কিছু লিখে সার্চ করে বা ক্যাটাগরি ধরে ধরে গিগ পেইজ ব্রাউজ করে তখন, ফাইভার সেটিংস অনুযায়ী সে এক সাথে ৪৮টা গিগ দেখতে পায়! এই সব গুলো গিগ ১টি করে পাবে। যদি ইউজার সি-মোর দিয়ে নতুন গিগ দেখে, বা সেলিং ক্রাইটেরিয়া চেঞ্চ করে অন্য পেজ এ যায়, তাহলে সেই পেজ এর সব গিগ ১টি করে ইমপ্রেশন পাবে।

১০। গিগ ক্লিকঃ গিগ ইমপ্রেশন থেকে যদি কোন বায়ার গিগ এ ক্লিক করে দেখে, তাহলে গিগ এ ১টি ক্লিক যুক্ত হবে। যেমন ধরেন, কোন বায়ার সার্চ ইঞ্জিন এ এসে, ফ্লায়ার ডিজাইন লিখে সারচ্চ দিল এবং ৪৮টি গিগ সামনে আসল। এর মধ্য বায়ার ৫টি গিগ দেখার জন্য নিউ ট্যাব এ অপেন করল আর একটি ডাইরেক্ট ক্লিক করল। তাহলে ৬টি গিগ এ ১টি করে ক্লিক যুক্ত হবে।

১১। গিগ ভিউঃ বায়ার সার্চ বা ক্যাটাগরি ব্রাউজ না করে যদি কোন সেলার এর গিগ দেখে, তাহলে সেটা গিগ ভিউ থেকে ১টি ভিউ যুক্ত করবে। যেমন ধরেন, একজন সেলার তার গিগ সোস্যাল মিডিয়া তে শেয়ার দিল এবং বায়ার সেটায় ক্লিক করে গিগ দেখল, তাহলে গিগ ভিউ ১ হবে। আবার ধরেন, কেউ গিগ দেখার সময় সেলার এর একাউন্ট এ গেল। গিয়ে, সেলার এর অন্য গিগ এ ক্লিক করল। তাহলে সেই অন্য গিগ এর ভিউ হবে ১টি।

১২। এক্টিভ অর্ডারঃ একটি গিগ এর রানিং অর্ডার গুলো কে একটিভ অর্ডার বলে। এই অর্ডার এর মধ্য, রিভাইস কাজ থাকতে পারে, অর্ডার প্লেস করার পর স্টার্ট করেন নি, এমন অর্ডারও থাকতে পারে।

১৩। ফাইভার এনিহয়ারঃ ফাইভার এনিহয়ার হচ্ছে ফাইভার এর একটা স্পেশাল সার্ভিস যেখানে বায়ার ফাইভার এ না এসেও গিগ অর্ডার করতে পারবে। আবার, সেলার সম্পুর্ন গিগ না দেখিয়ে, বায়ার কে কাস্টম অফার, চার্জ অফার করতে পারবে। মুলত, ইউজেড এর মাধ্যমে এটা করা হয়ে থাকে।

১৪। গিগ ব্যান্ডঃ ফাইভার অনেক সময় অনেক গিগ ফাইভার আইডি থেকে ডিলিট করে দেয়। যে গিগ গুলো ফাইভার টার্মস মেনে চলে না, রিস্কি সেগুলাই মুলত ফাইভার ডিলিট করে দেয়। এই ডিলিট করে দেয়া ই Fiverr Gig Glossary বা ফাইভার গিগ ব্যান্ড।

১৫। গিগ সাসপেন্ডঃ অনেক সময় ফাইভার কর্তৃপক্ষ গিগ সার্চ রেজাল্ট থেকে সরিয়ে দেয় এবং ফাইভার এ ডিসপ্লে বন্ধ করে দেয় কিন্তু একাউন্ট এ লাইভ থাকে এবং অর্ডার নেয়া যায়। এই গিগ কে সাসপেন্ডেড গিগ বলে। অনেক সময় গিগ মডিফাই এ রেখে দেয় তখন, সে সব গিগ মোডিফাই করে আবার লাইভ করতে হয়।

ফাইভার লেভেলস কি? কোন লেভেল এর কি কি সুভিদা?


১৬। একাউন্ট ওয়ার্নিংঃ ফাইভার এ যদি কেউ ক্ষমার যহ্য অপরাধ করে, তাহলে ফাইভার তাদের কে ওয়ার্নিং দেয়। অনেক সময় শুধু ওয়ার্নিং দেয় আর অনেক সময় লেভেল ডিমোশন করে ওয়ার্ণিং দিয়ে থাকে।

১৭। একাউন্ট সাসপেন্ডঃ ফাইভার যদি আপনার কার্যকলাপ এ সন্তুষ্ট না হয়, যদি কেউ ফাইভার এর রুলস ভজ্ঞ করে, তাহলে ফাইভার সেই আইডি গুল কে সাসপেন্ড করে দেয়। সাসপেন্ড করলে, ফাইভার এ আর কাজ করা যায় না তবে অর্জিত রেভিনিউ ৯০দিন পর তোলা যায়। সাসপেন্ড আর ব্যান একই হলেও ফাইভার একেক আইডির জন্য একেক শব্দ ব্যাবহার করে।

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই


এর বাইরে ফাইভার এ অনেক অনেক রকম গ্লোসারি, কিওয়ার্ড, টার্মস আছে যেগুলা গিগ সম্পর্কিত না হওয়ায় এখানে আলোচনা করা হয় নি। যদি কিছু না বুঝেন, একটু গুগোল করলেই পেয়ে যাবেন বিস্তারিত। ফাইভার ফোরাম, ফাইভার ব্লগ হচ্ছে সব থেকে ট্রাস্টেড সোর্স ফাইভার সম্পর্কিত তথ্য এর জন্য।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Fiverr Levels Bangla Previous post ফাইভার লেভেলস কি? কোন লেভেল এর কি কি সুবিধা?
Boya BY M1 Microphone Review Next post এক মাইক্রফোন দিয়েই কম্পিউটার, DSLR বা ফোনের রেকর্ডিং

One thought on “ফাইভার গিগ টার্মস না জানলে গিগ বানাবেন ক্যামনে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ