অনেকে অভিযোগ করেন, ফাইভার এ অনেক দিন একটিভ, গিগ দিয়েও সেল পাচ্ছেন না! সারা দিন রাত একটিভ থেকেও সেল নেই কোন। বিশেষ করে নতুন সেলার রা এই অভিযোগ বেশি করেন। কারন, তারা জানেন না, কিভাবে এনালাইস করে সেল না আসার কারন বের করতে হয়! ফাইভার এনালাইসিস শিখুন আর এর পর থেকে নিজে নিজে এনালাইসিস করে বের করুন সমস্যা কোথায়। সমস্যা বের করতে পারলে সেটা সমাধান করুন। সেল (Fiverr gig no sell problem solution) আসতে কতক্ষন?


গিগ সেল হচ্ছে না কেনঃ

ফাইভার এ কাজের মুল উপায় হচ্ছে, গিগ সেল করা এবং গিগ যদি সেল না হলে সেটা খুবই হতাশার। গিগ এনালাইসিস করার আগে, এসইও ফ্রেন্ডলি গিগ কিভাবে দিবেন সেটা পড়ে নিন। এবার চলুন এনালাইসিস করি। শুরুতেই একাউন্ট এ লগিন করে, গিগ পেইজ এ চলে যান এবং গিগ এর ইম্প্রেশন লক্ষ্য করুন।


গিগ ইম্প্রেশনঃ

fiverr gig page

ইম্প্রেশন বাড়ছে মানে গিগ সার্চ পেইজ এবং ক্যাটাগরি পেইজ এর কোথাও দেখাচ্ছে। তাহলে গিগ টাইটেল এ সমস্যা নেই। আর যদি গিগ ইম্প্রেশন না বাড়ে, তাহলে গিগ টাইটেল এ সমস্যা তাই সেটা কোথাও দেখাচ্ছে না। এ সমস্যার সমাধান হচ্ছে, টাইটেল ঠিক করা, এসইও ফ্রেন্দলি করে নতুন গিগ পোস্ট দেয়া!

অনেক সময় সব ঠিক থাকলেও সেভাবে ইম্প্রেশন বাড়ে না! এর কারন হতে পারে, গিগ হয়ত ইনডেক্স হয় নি, অথবা নির্ধারিত ক্যাটাগরিতে ট্রিমেন্ডাস প্রতিযোগিতা। এ রকম হলে, গিগ অন্য যায়গা থেকে সার্চ করে, নিউ সেলিং এ দেখুন আছে কি না। না থাকলে সাসার্ট এ কথা বলুন। অনেক সময় গিগ ইনডেক্স হতে ২৪-৭২ঘন্টা সময় লাগে তাই অপঅক্ষা করুন। আর যদি গিগ এর ক্যাটাগরিতে মারাত্বক প্রতিযোগিতা থাকে, তাহলে গিগ মার্কেটিং এর বিকল্প নেই।

ফাইভার লেভেলস কি? কোন লেভেল এর কি কি সুবিধা?


গিগ ক্লিকঃ

ইম্প্রেশন বাড়ছে কিন্তু ক্লিক বাড়ছে না! এর অর্থ হচ্ছে গিগ দেখাচ্ছে বায়ার এর কাছে কিন্তু বায়ার সেখানে ক্লিক করে গিগ এ ড্রাইভ হচ্ছে না! এ রকম হলে সমাধান হচ্ছে, গিগ এর ফিচার্ড ইমেজ নিয়ে কাজ করা। কারন, মেইনলি ফিচার্ড ইমেজ দেখেই বায়ার সিদ্ধান্ত নেই গিগ এ ক্লিক করবেন কি না। এর সাথে সাথে টাইটেল আকর্ষনীয় করা, প্রাইজ ব্যালেন্স করাও গুরুত্বপুর্ন।


গিগ ভিউঃ

গিগ ভিউ যদি না বাড়ে, তাহলে গিগ প্রমশন করা লাগবে। গেস্ট পোস্ট, ব্লগিং করে বা মার্কেট এর বাইরে প্রমোশন নিয়ে স্টাডি করুন। তাহলে গিগ ভিউ বাড়বে।

২২৬% সেল চাইলে, ফাইভার গিগ ভিডিও যুক্ত করুন আজই!


গিগ অর্ডারঃ

ফাইনালি, অর্ডার এর কাছে আসছেন! ভিউ এবং ক্লিক বাড়ছে অথবা শুধু ক্লিক বা ভিউ বাড়ছে কিন্তু সেল আসছে না। তাহলে, বায়ার গিগ দেখেও অর্ডার করছে না। সমস্যা হচ্ছে গিগ এর বর্ননা তে। বর্ননা নিয়ে কাজ করুন, হাইলাইটস করুন ইউনিক সার্ভিস, অন্যদের থেকে বেটার করুন ডেসক্রিপশন, স্পেলিং চেক করুন। তাহলে বায়ার বাউন্স করবে না আর।


বায়ার রিকোয়েস্ট থেকে সেল আসছে না কেনঃ

সবার আগে দেখুন, পর্যাপ্ত বায়ার জব পাচ্ছেন কি না, শুরুতে দৈনিক ১০টা রিকোয়েস্ট বায়ার এর সব গুলা ইউটিলাইজ করা লাগবে। তাই, ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে গিগ দিন যাতে করে বায়ার রিকোয়েস্ট আসে! তাই বলে, এটি করার জন্য ফেইক গিগ বা স্প্যামিং করবেন না।

নিয়মিত বায়ার রিকোয়েস্ট দিয়েও যদি সেল না আসে তাহলে বায়ার টেক্সট এ সমস্যা এটা তো সবাই বুঝে কিন্তু সমাধান কি সেটা বুঝে না। সমাধান হচ্ছে, বায়ার রিকোয়েস্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা। একবারে শুরুর লাইন খুবই গুরুত্ব পুর্ন, তাই এখান থেকে শুরু করুন। এর পর মেসেজ বডি চেক করুন। তার পর পোর্টফোলিও চেক করে দেখবেন।

বায়ার রিকোয়েস্ট দেয়ার সময়, এমন পোর্টফোলিও দিবেন না, যেখানে আপনার কন্টাক্ট এড্রেস আছে। তাহলে ব্যান হতে পারে আপনার একাউন্ট। বায়ার এর কাছে সম্পুর্ন মেসেজ একটা পেরাগ্রাফ হিসাবে দেখায় তাই আপনি যেভাবে যত স্টাইল করেই দেন না কেন, সব স্পেস কেটে গিয়ে, একটা পেরাগ্রাফ হয়ে যাবে। বায়ার রিকোয়সেট দেয়ার সময় এটা মাথায় রাখবেন।

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই


ফাইভার নো সেলিং রিচেক লং টাইম এর কাজ। একদিন বা কয়েক ঘন্টায় হবে না। রেগুলার দেখা লাগবে, অন্যদের গিগ দেখা লাগবে, উন্নতি করা লাগবে। এভাবে কয়েক মাস গেলে এই মার্কেটের সব যখন বুঝে যাবেন, তখন সেল (Fiverr gig no sell problem solution) পেতে আর সমস্যা হবে না। কিন্তু সেই লেভেল পর্যন্ত যেতে হলে, ধৈর্য ধরে আগাতে হবে।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Fiverr Gig Seo Previous post ফাইভার গিগ এর পূর্ণাঙ্গ টিউটেরিয়াল যা অন্য কোথাও পাবেন না!
Promote Fiverr Gigs Next post ফাইভার গিগ প্রমোশন করে ইনকাম করুন ১হাজার ডলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ