ফাইভার মার্কেট এ গিগ পাবলিশ করার সময়, গিগে ফিচার্ড ইমেজ এর যায়গা ভিডিও (fiverr gig video) যুক্ত করা যায়। ফাইভার এর ব্লগ অনুযায়ী কোন গিগ এ ভিডিও যুক্ত করলে, সেটা ২২৬% বেশী সেল জেনারেট করে। এই তথ্যর সাথে আরও কিছু তথ্য জানা দরকার যেটা অন্যান্য ব্লগে নেই।  সিক্রেট জানার আগে, ফিচার্ড ভিডিও এর নিয়ম গুলো দেখে নেই।


যা যা করা যাবেঃ

  • ভিডিওর কনটেন্ট গিগ রিলেটেড এবং সার্ভিস ডিটেইলস দিতে হবে। লেন্থ সর্বচ্চ ৭৫ সেকেন্ড হতে পারবে।
  • গিগ এ যদি ইংরেজী ছাড়া অন্য ভাষা ব্যাবহার করেন তাহলে সেই ভাষায় গিগ বর্ননা করুন।
  • ভিডিও অবশ্যই ক্লেয়ার, নয়েজলেস হওয়া লাগবে। অডিও-ভিডিও কোয়ালিটি, মাইক্রফোন এর পজিশন এবং ভিডিও লুক প্রফেশনাল হওয়া লাগবে।
  • ফাইভার রেকমেন্ড করে নিজের ভয়েজ এ রেকর্ড করার যেটা কম্পিউটার ভয়েজ থেকে আলাদা। যদি আর্টিফিশিয়াল ভয়েজ ব্যাবহার করেন তাহলে অবশ্যই উন্নত মানের ভয়েজ ব্যাবহার করা লাগবে। 

ফাইভার গিগ টার্মস না জানলে গিগ বানাবেন ক্যামনে!


যা যা করা যাবে নাঃ

  • একই ভিডিও সব গিগ এ ব্যাবহার করা যাবে না। প্রতিটি গিগ এ আলাদা আলাদা ভিডিও যুক্ত করুন এবং গিগ এর সার্ভিসও আলাদা করে দিন।
  • ভিডিওতে পারসোনাল কন্টাক্ট বা সাইট এর লিংক বলা যাবে না। তবে চাইলে, পোর্টফোলিও সাইট দেয়া যাবে কিন্তু সেই সাইট এ কোন কন্টাক্ট থাকা যাবে না।
  • ফাইভার সেলার ব্যাজ, রেটিংস অথবা অন্য গিগ এর ডিটেইলস দেয়া যাবে না।
  • ভিডিও তে কপিরাইট কনটেন্ট (অডিও/ভিডিও), ওয়াটার মার্ক নিজের না হলে, রাখা যাবে না।

গিগ ভিডিও (fiverr gig video) সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে ফাইভার ব্লগ থেকে।

এবারে আসি সিক্রেট এর ব্যাপারে। যদি গিগ এর ভিডিও প্রফেশনাল, হাই কোয়ালিটি না হয় তাহলে ২২৬% সেল তো বাড়বেই না, আরও রেপুটেশন নষ্ট করে। যেমন , লো কোয়ালিটি ভিডিও, স্লাইড ভিডিও, এনিমেশন ইত্যাদি। নতুন সেলার রা সাধারনত, ফেচ ক্যাম ভিডিও বানাতে চায় না আর ফেচ ক্যাম ভিডিও ছাড়া বায়ার এর কাছে ট্রাস্টেড হওয়া কঠিন অনেক।

ফাইভার লেভেলস কি? কোন লেভেল এর কি কি সুভিদা?


যেভাবে ভিডিও বানাতে পারেনঃ

  • ক্যামেরা বা ফোন দিয়ে দিনের বেলা, নয়েজ নেই এমন যায়গা ভিডিও করতে হবে। এতে করে আলো নিয়ে সমস্যা হবে না।
  • বিডিশপ থেকে, বয়া এম১ মাইক্রফোন নিয়ে নিতে পারেন, অথবা পরিচিত কারও কাছ থেকে সংগ্রহ করুন।
  • ভিডিওর স্ক্রিপট লিখে ফেলুন এবং বার বার রিহ্যার্সেল করুন।
  • অবশ্যই ইংরেজীতে ভিডিও বানাবেন। কারন, এটা ওয়ার্ল ওয়াড এক্সেপটেড।
  • ভিডিওর সময়, সাউন্ড টেষ্ট করে নিবেন আর শুরুতে ভালো না হলে, কয়েক বার চেষ্টা করুন।

এনিমেশন ভিডিওর ক্ষেত্রেঃ

  • এনিমেশন ভিডিও কিনে নিতে পারেন ফাইভার থেকে।
  • অনেকে ভয়েজ অভার দেয়, তাদের থেকে কিনে নিতে পারেন।
  • অনলাইন টুলস থেকে ভয়েজ নিতে পারেন।

গিগ এর ভিডিও যত ভালো হবে, কোয়ালিটি যত ভালো হবে, বায়ার এর ট্রাস্ট তত বাড়বে। যদি মনে হয়, ভালো ভিডিও বানাতে পারছেন না, তাহলে বাদ দিন কিন্ত বাজে কোয়ালিটির ভিডিও বানাবেন না বা গিগ এ পাবলিশ করবেন না। অনেকে ইংরেজী নিয়ে চিন্তায় থাকে, যদি ইংরেজী না বলতে পারেন, স্ক্রিপট বার বার পড়ুন। এক্সেন্ট অনেক ভালো হতে হবে এমন কোন কথা নেই। ফরেনার রা বুঝে যে আমরা নন ইংলিশ স্পইকিং কান্ট্রি থেকে কাজ করি।

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই


যদি লিখতে না পারেন, স্ক্রিপ্ট লিখে কাওকে দিয়ে রিভিউ করিয়ে নিন। গুগ আছে, গ্রামারলি আছে এখন। অনলাইনে টুলস এর অভাব নেই। শুধু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। গিগ এ একটা প্রফেশনাল ভিডিও কত বেশী সেল জেনারেট করে চিন্তাও করতে পারবেন না।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
How to get payoneer master card in bangladesh Previous post পেওনিয়ার মাস্টার কার্ড কি, কেন, কিভাবে । ফ্রি ২৫ ডলার নাকি ফাঁদ!
Fiverr Gig Seo Next post ফাইভার গিগ এর পূর্ণাঙ্গ টিউটেরিয়াল যা অন্য কোথাও পাবেন না!

3 thoughts on “২২৬% সেল চাইলে, ফাইভার গিগ ভিডিও যুক্ত করুন আজই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ