আমাদের মধ্য অনেকেই ফাইভার(Fiverr Tutorial Bangla) এ সাক্সেস হতে চায়, ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম কুরতে চায়। কিন্তু ফাইভারে কয়েক মিলিয়ন সেলার আছে আর কম্পিটিশন প্রচুর। যদিও অন্য মার্কেট এর তুলনায় কিছুটা সহজ এখানে কাজ পাওয়া তবুও একবারে সহজ নয়। কিন্তু ফাইভার এ একাউন্ট খোলার সময় যদি ৫টি পরামর্শ মেনে চলা যায় তাহলে, কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ফ্রিল্যন্সিং বা অনলাইন ইনকাম এর জন্য, অন্যদের থেকে বেশী সতর্ক না থাকলে, অন্যদের থেকে ভালো করবেন কিভাবে?
০১# একাউন্ট এর নাম এবং ইউজার নেমঃ
নতুন ফ্রিল্যান্সার রা সাধারনত ফাইভার এ একাউন্ট খোলার সময় মজাদার, ফাংকি টাইপ ইউজারনেম দেয়। বিশেষ করে যখন নিজের নাম দেয়ার পর ইউজারনেম টেকেন লেখা দেখেন, তখন ইচ্ছামত নাম দিয়ে দেয়। কিন্তু মার্কেট এ ভালো করার জন্য, নামটা গুরুত্বপূর্ন! ইউজার নেম সব সময় ছোট, একাউন্ট নেম এর অংশ। কারন, সামনে ফাইভার এ যত কাজ করবেন, ইউজার নাম কিন্তু সব যায়গা দেখাবে। চ্যাটিং করা, গিগ পোস্ট করা, বায়ার রিকোয়েস্ট দেয়া সহ সব যায়গা ইউজারনেম সবার আগে দেখাবে।
বায়ার এন্ড থেকে চিন্তা করুন! ২জন সেলার একই সার্ভিস দিচ্ছে একজন এর ইউজার নেম বাটপার৪২০ আর একজন মেহেদী১৯৬! কাকে কাজের জন্য হায়ার করবেন? নিশ্চই বাটপার৪২০ কে হায়ার করবেন না। তাহলে বায়ার কেন এমন ফাংকি টাইপ নাম দেখলে হায়ার করবে আপনাকে? ইউজারনেম দেয়ার সময় নিজের নাম এর একটা অংশ দিন, যদি টেকেন দেখায়, নামের সাথে ফোন নাম্নার এর লাস্ট ২ডিজিট যুক্ত করুন, তাও টেকেন দেখালে আরও ১ডিজিট যুক্ত করুন। তাহলে হয়ে যাবে আশা করা যায়।
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | ফেজবুক একাউন্ট হারানোর আগে সতর্ক হন
০২# ফাইভার প্রফাইল ছবিঃ
ফাইভার এর প্রফাইল ছবির জন্য অফিশিয়াল সাইজ হচ্ছে ২৫০*২৫০পিক্সেল লোয়েস্ট সাইজ। এর থেকে বড় ছবি যুক্ত করা যাবে। ফাইভার মার্কেট এর জন্য এই ছবিটি খুবই গুরুত্বপূর্ন। ইউজারনেম এর মতই এই ছবি ফাইভার এর সব যায়গা দেখান হয়। ফাইভার এর রিকমেন্ড হচ্ছে রিয়েল হিউম্যান ছবি ব্যাবহার করা যেটা অনেকেই জানি। কিন্তু জানি না হচ্ছে ছবিটি কেমন হওয়া উচিৎ? ফাইভার(Fiverr Tutorial Bangla) এর ছবিটি ফেইস অরিয়েন্টেড, ক্লেয়ার এবং ভালো রেজুলেশন এর হওয়া উচিৎ যাতে স্পস্ট বুঝা যায়। প্রফেশনাল ছবি যুক্ত করার জন্য শার্ট টাই না পড়লেও হবে কিন্তু উগ্র দেখা যায় এমন ছবি যুক্ত করা উচিৎ নয়।
যদি, নিজের ছবি যুক্ত করতে আপত্তি থাকে তাহলে কার্টন ছবি ব্যাবহার করা যেতে পারে। তবে কার্টুন ছবিও ক্লিন এবং প্রফেশনাল হতে হবে। প্রফাইল এর ভাল ছবি একজন বায়ার এর কাছে ভালো একটি ইম্প্রশন তৈরি করে আর খারাপ ছবি উলটা ভাবে খারাপ ইম্প্রেশন তৈরি করে। আরেকটা ব্যাপার হচ্ছে, কনফিডেন্ত লুক সব সময় মানুষের কাছে আগ্রহ তৈরি করে থাকে।
০৩# ট্যাগলাইন এবং প্রফাইল ডেস্ক্রিপশনঃ
ফাইভার এ প্রফাইল ট্যাগলাইন খুব ছোট, কয়েক শব্দের হলেও এর ইম্প্যাক্ট অনেক বেশী। ট্যাগলাইন এর মাধ্যমে এটাই প্রকাশ পায়, কতটা স্মার্টলি কেউ নিজের ওয়ার্ক ক্যাটাগরি লিখতে পারেন। এখানে অনেকে কয়েকটি শব্দ লিখে থাকে, কেউ কেউ শুধু স্কিলস এর নাম লিখে কিন্তু ভালো হয় যদি ১টা সম্পুর্ন বাক্য লিখে নিজের ক্যাটাগরি প্রকাশ করতে পারেন। ধরেন আপনি ভিডিও এডিটিং এর কাজ পারেন, তাহলে আপনি লিখতে পারেন, প্রফেশনাল ভিডিও এডিটর, সিনিওর ভিডিও এডিটর ইত্যাদি। ভিডিও এডিটিং, সাউন্ড এডিট বা এ রকম শুধু স্কিলস এর নাম লিখবেন না। কয়েকটি নাম ভালো করে খেয়াল করলেই, নিজের জন্য সেরা ট্যাগলাইন লিখতে পারবেন।
প্রফাইল ডেস্ক্রিপশন হচ্ছে ট্যাগলাইন এর এক্সটেন্ডেড ভার্শন! ট্যাগলাইন এর মতই এখানেও সব কিছু কিন্তু এখানে লেখার লিমিটেশন বেশী তাই এটা নিয়ে গবেষনা করে লিখতে হয়। হয়ত ভাবতে পারেন, এই সব ব্যাপার কি আসলেও ইফেক্ট করে। বায়ার এন্ড থেকে আবার চিন্তা করুন। কোথাও টাকা ইনভেস্ট করার আগে কি তার ব্যাপারে খোজ নেন নাকী না! অবশ্যই নেন, টাকা ইনভেস্ট বলে কথা! সেইম সাইকোলজিতে বায়ার রা এসব ব্যাপার খেয়াল করে থাকে। তাই, ট্যাগলাইন, ডেস্ক্রিপশন ভালো করে লিখুন। নিজেকে বায়ার এর কাছে আরও আকর্শনীয় করে তুলুন।
০৪# ল্যাংগুয়েজ এবং স্কিলস সেটঃ
ফাইভার এ অনেক সেলার আছে ল্যাংগুয়েজ সেকশন কিছুই মনে করে না এবং রেন্ডমলি ইংরেজী ভাষা দিয়ে রাখেন। কিন্তু ল্যাংগুয়েজ এর গুরুত্ব আছে ফাইভার এলগরিদমে। ফাইভার এর সার্চ এলগরিদমের সাথে সরাসরি কানেকটেড ল্যাংগুয়েজ সেকশন। যেমন, যাদের আইডিতে হিন্দি যুক্ত আছে তারা ইন্ডিয়াতে প্রায়োরিটি পাবে, একই ভাবে যাদের জার্মান ভাষা যুক্ত আছে তাদের আইডি জার্মানি থেকে সার্চ এ অগ্রাধিকার পাবেন।
একই ভাবে স্কিলস সেট ও ফাইভার সার্চ এলগরিদমের সাথে সরাসরি কানেকটেড। যখন আপনার আইডিতে স্কিলস দেয়া থাকে ওয়ার্রপ্রেস তখন সিমিলার সার্চ এ আপনি অগ্রাধিকার পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, স্কিলস রিলেটেড বায়ার পোস্ট গুলাই শুধু মাত্র ড্যাসবোর্ড এ দেখা যায়। কিন্তু তাই বলে অনেক অনেক স্কিলস যুক্ত করে রাখবেন না। যেগুলা পারেন শুধু মাত্র সেগুলাই যুক্ত করুন ফাইভার আইডিতে।
০৫# শিক্ষা এবং সার্টিফিকেটঃ
ফাইভার(Fiverr Tutorial Bangla) আইডিতে এডুকেশন এবং সার্টিফিকেট যুক্ত করা সব সময়ই ভালো ব্যাপার। আপনার স্কিলস এর প্রুফ হিসাবে এডুকেশন আর সার্টিফিকেট কথা বলবে। যেমন, ধরেন একটা গিগ দিলেন ডেটা সাইন্স এর সার্ভিস এর উপর কিন্তু আপনার এডুকেশন দিলেন, বিএ ইন গ্রাফিক্স ডিজাইন! তাহলে কিন্তু এডুকেশন ভ্যালু যুক্ত করল না। কিন্তু যদি ডেটা সাইন্স এর গিগ দিয়ে, কম্পিউটার সাইন্স এডুকেশন এবং মেশিন লার্নিং সার্টিফিকেট যুক্ত করে দেন, গিগ এর ভ্যালু নিঃসন্ধেহে বৃদ্ধি পাবে।
ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই
অন্য সেলারদের থেকে ১০ হাত এগিয়ে থাকতে চাইলে, ফাইভার টার্মস জানুন এখনই
সবশেষে, এই সব ছোট ছোট ব্যাপার কেয়ার করলে আপনার আইডি প্রফেশাল হবে আর বায়ার এর কাছে ভ্যালুয়েবল হবে। এগুলা ফলো না করেও অনেকে হয়ত সেল পেতে পারে, তবে বড় ক্লায়েন্ট পেতে, লং টাইম ক্লায়েন্ট পেতে এগুলা ফলো করার বিকল্প নাই। ফাইভার এ শুধু মাত্র ইউজার নেম ছাড়া বাকী সব যে কোন সময় এডিট করতে পারবেন। ফাইভার নিয়মিত আপডেট দেয়া আর প্রচুর সেলার যুক্ত হওয়ার জন্য কম্পিটিশন বাড়ছে নিয়মিত। তাই, সব দিক দিয়ে যত ভালো করবেন, সেল তত বেশী পাবেন।
5 thoughts on “ফাইভার নতুন একাউন্ট? Secret Fiverr Tutorial Bangla”