ফাইভার মার্কেটপ্লেস এ যারা কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন তাদের মধ্য অনেকেই আমরা জানি, ফাইভার এর রিসেন্ট আপডেট করার কারনে, ফাইভার এ অনেক সেলার এর জন্য কাজ কমে গেছে। বিশেষ করে, ফাইভার প্রো লঞ্চ হওয়ার পর, নতুনদের জন্য তো বটেই, পুরাতন সেলারদের জন্য ভয়াবহ কাজ কমে গেছে। কিন্তু এখনও, ফাইভার এর গিগ (Promote Fiverr Gigs) সঠিক যায়গা, সঠিক ভাবে প্রোমট করে, ফাইভার থেকে প্রতি মাসে ১হাজার ডলার বা তারও বেশি ইনকাম করা সমভব।


ওয়ারিওর ফোরামে ফাইভার গিগ প্রমোশনঃ

ফাইভার এর গিগ প্রমোশন এর জন্য সব থেকে সেরা যায়গা হচ্ছে ফোরাম সাইট এবং কোয়েশ্চেন আন্সারিং সাইট। ফোরাম সাইট এর মধ্য ওয়ারিওর ফোরাম অনেক বেশী পপুলার এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশী জনপ্রিয়! এই ফোরাম সাইট এ বিশ্বের বাঘা বাঘা সব মার্কেটার, এফিলিয়েটর আছেন যারা কাজ করেন, পরামর্শ দেন বা আর্টিকেল লিখেন। আমার অনেক শিক্ষার্থী তাদের প্রথম কাজ এই সাইট থেকে পেয়েছেন।

ওয়ারিওর ফোরাম এ সাইন-আপ করার আগে অবশ্যই তাদের টার্মস এন্ড কন্ডিশন দেখে নিবেন না হলে ব্যান হওয়ার সমুহ সম্ভাবনা আছে। একাউন্ট খোলার পর একাউন্ট এর সব তথ্য দিয়ে একাউন্ট রেডি করে ফেলুন। এর পর, কিছুদিন অন্যদের একটিভিটি অবজার্ভ করুন। একই সাথে, কোন ক্যাটাগরিতে গিগ প্রমোট করবেন সেটা ফিক্স করুন।

ফাইভার লেভেলস কি? কোন লেভেল এর কি কি সুবিধা?


এখন কাজ হচ্ছে, যে গিগ প্রমোট করবেন সেটার বায়ার কারা সেটা ডিফাইন করা লাগবে। ফর এক্সামপল, ইমেইল মার্কেটিং এর বায়ার হচ্ছে ডিজিটাল মার্কেটার, এফিলিয়েট মার্কেটার, ইকমার্স ব্যাবসায়ী, ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। কারন, তাদের অনেক কাজে, ইমেল মার্কেটিং লাগে। আবার, ইমেজ এডিটিং এর জন্য টার্গেটেড বায়ার হচ্ছে, ইকমার্স ব্যাবসায়ী। কারন, ইকমার্স সাইট এর জন্য নিয়মিত অনেক ইমেজ বা প্রডাক্ট এডিটিং লাগে। ফ্লায়ার ডিজাইন এর জন্য, ইভেন্ট ম্যানেজমেন্ট এর বায়ার হচ্ছে টার্গেটেড বায়ার। এই টার্গেট ডিফাইন করা টা অনেক গুরুত্বপুর্ন।

টার্গেট ফিক্স করার পর, তাদের সমস্যা নিয়ে চিন্তা করুন এবং সমাধান দেয়ার চেষ্টা করুন। যেমন, ধরেন, ইকমার্স ব্যাবসাতে ইমেজ এডিটিং কেন দরকার সেটা যদি কেউ প্রশ্ন করে, তাকে বুঝিয়ে বলুন। ডিজিটাল মার্কেটিং এ ইমেইল মার্কেটিং কিভাবে সাহায্য করবে সেটা লিখুন। এর সাথে সাথে নিজের ক্যাটাগরির প্রশ্ন গুলোর উত্তর দিন। নিজের ক্যাটাগরির প্রশ্নের উত্তর দিলে, সেটা আপনাকে অথার বানাবে আর টার্গেট বায়ারদের উত্তর দিলে তারা আপনাকে চিনতে থাকবে। এভাবে কাজ করে গেলে, এক সময় দেখবে তাদের বিভিন্ন কাজের জন্য আপনাকে নক দিবে। তখন তাদের কে আপনার গিগ বা একাউন্ট এর লিংক দিয়ে কাজ শুরু করতে পারেন।


ফাইভার গিগ প্রমোশন সংক্রান্ত আর্টিকে না পড়তে চাইলে, নিচের ভিডিওটি দেখতে পারেন!



ফোরাম সাইট এর সুবিধা হচ্ছে, এখানে ক্যাটাগরি ধরে শর্ট করা যায়, সার্চ করা যায় আবার ব্রাউজ করা যায়। তাই, যে কোন টার্গেট খুজে পেতে বেশী সমস্যা হয় না। ওয়ারিওর ছাড়াও আরও অনেক ফোরাম আসে, যেগুলাতে এই ট্রিক্স এপ্লাই করা যেতে পারে। তবে, এক সাথে অনেক ফোরাম এ সময় দিলে, কোনটায় ই ভালো করে সময় দেয়া সম্ভব নয়। তাই, আমার রিকমেন্টডেশন হচ্ছে, একটা ফোরামে খুব ভালো করে সময় দিন।

এর বাইরে, ফোরাম সাইট এর টার্মস ভায়োলেট না করে অনেক সময় গিগ (Promote Fiverr Gigs) এর লিংক শেয়ার করা যায়। সময় সুযোগ বুঝে শেয়ার করবেন। তবে কোন ভাবেই স্প্যামিং করবেন না। মনে রাখবেন, শুধু লিঙ্ক শেয়ার থেকে কোন দিন সেল আসে না। সেল আসে টার্গেট বায়ার এর কাছ থেকে। অযথা ৫০টা লিংক শেয়ার না দিয়ে, ২টি সঠিক লিংক শেয়ার করা অনেক ভালো।


কোয়ারাতে ফাইভার গিগ প্রমোশনঃ

কোয়ারা হচ্ছে একটি কোয়েশ্চেন আন্সারিং সাইট এবং ওয়াল্লড ওয়াইড অনেক অনেক জনপ্রিয়। এখানে ফাইভার গিগ প্রমোশন এর সময়, আগের মতই সবার আগে বায়ার কারা সেটা ডিফাইন করুন। তবে কোয়ারা তে, ফোরাম সাইট এর মত সহজে শর্টিং করা যায় না। যদিও রিসেন্ট সময়ে কোয়ারা অনেক আপডেট করেছে তাদের সার্ভিস।

এই সাইট এ যত প্রশ্ন আছে, সেগুলা থেকে টার্গেট প্রশ্ন খুজে সেগুলার উত্তর দিন। উত্তর দেয়ার সময় যথা সম্ভব বড় করে, গুছিয়ে উত্তর দিন যাতে করে আপনার এক্সপার্টিস বুঝা যায়। এর সাথে সাথে, সার্ভিস রিলেটেড কোন প্রশ্ন হলে উতর এর সাথে সাথে গিগ এর লিংক টি যুক্ত করে দিন। প্রশ্ন কারী কে রিকমেন্ড করতে পারেন।

২২৬% সেল চাইলে, ফাইভার গিগ ভিডিও যুক্ত করুন আজই!

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন


সব উত্তর এ গিগ এর লিংক যুক্ত করবেন না। প্রোমশন টা ন্যাচারাল রাখুন যেন মনে হয়, আপনি কোন আলাদা মার্কেটিং করছেন না। রিলেটেড গিগ এর লিংক দিন। কোয়ারার সব প্রশ্ন উত্তর গুগোল এ ভালো র‍্যাংক পায় এবং অনেক ভিজিটর আসে। তাই, যারা সিমিলার উত্তর খুজেন, তারা কিন্তু আপনার গিগ খুজে পাবে। তাদের মধ্য অনেকে অররার করবে গিগ এ।

ওয়েব-ওয়ার্ল্ড এ কোয়ারা আর ওয়ারিওর ফোরাম হচ্ছে এমন যায়গা যেখানে একটু ধৈর্য নিয়ে কয়েক মাস কাজ করে গেলে, সেল এর অভাব হবে না। এক যায়গা এত পটেনশিয়াল ক্লায়েন্ট আর কোন সাইট এ পাবেন না।

ফাইভার এ ইদানিং অটো সেল নেই বল্লেই চলে কিন্তু এভাবে গিগ মার্কেটিং করে যদি কিছু সেল নিয়ে আসতে পারেন ফাইভার এ। ফাইভার নিজে আরও কিছু অটোসেল জেনারেট করে দিব। এতে করে আপনার গিগ (Promote Fiverr Gigs) টি উপরের দিক চলে আসবে যেখান থেকে আরও সেল বেশী আসবে।

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই


আমরা যারা সাবকন্টিনেন্টাল কান্ট্রি থেকে ফ্রিল্যান্সিং করি বা অন্য কাজ করি, আমাদের একটি বড় বৈশিষ্ট হচ্ছে, আমাদের ধৈর্য কম থাকা। আমরা চাই ইন্সট্যান্স আরনিং, ইনিস্ট্যান্ট রেজাল্ট। আর এর জন্য, আমরা যেখানেই যাই, সেখানেই বাজে ভাবে মার্কেটিং এর নামে স্পেমিং করি। মার্কেটিং না করে সেল করার চেষ্টা করি। সার্ভিস ভালো কি না সেটা না বলে, বলি সার্ভিস কিনে নিন। এ ধরনের কাজ যদি কোয়ারা তে করেন, তাহলে ব্যান হয় যাবে আপনার সাধের একাউন্ট। আর যদি ব্যান না ও হয়, সেল আসবে না কোনদিন। তাই, এ রকম কাজ থেকে বিরত থাকুন। প্রফেশনাল ম্যানারে, কাজ করুন, প্রেজেন্ট করুন তাহলে সেল এর অভাব হবে না এক সময়।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Fiverr gig no sell problem solution Previous post কেন ফাইভার গিগ সেল পাচ্ছেন না, নিজেই বের করুন এখন থেকে!
Email Template Design by Tech Alert QnA Next post ইমেইল টেমপ্লেট ডিজাইন করে আয় করুন ১০-২০ডলার প্রতিদিন!

3 thoughts on “ফাইভার গিগ প্রমোশন করে ইনকাম করুন ১হাজার ডলার!

  1. I like the helpful info you provide in your articles. I’ll bookmark your weblog and check again here frequently.
    I am quite certain I’ll learn plenty of new
    stuff right here! Good luck for the next!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ