যারা ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করে তাদের অনেক ধারনা ফ্রিল্যান্সিং হচ্ছে একটি পেশা। যারা ফ্রিল্যান্সিং করেন না, তাদের মধ্য এই ধারনাটি আবার একটু বেশী। অনেকেই বলে থাকেন, তিনি ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চান। আবার অনেকেই বলেন, ফ্রিল্যান্সিং ট্রেইনিং করবেন। কিন্তু ফ্রিল্যান্সিং নয়, কি কাজ করছেন সেটাই হবে আপনার পেশা। আর যদি কোন কাজ স্বাধীন ভাবে করেন, তাহলে সেটাই হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক! আজকের আর্টিকেল হচ্ছে ফ্রিল্যান্সিং কি সেটার বিস্তারিত, তাই যারা সিনিয়র ফ্রিল্যান্সার আছেন তারা এই টিউন টি স্কিপ করে যেতে পারেন।
ফ্রিল্যান্সিং কি?
যদি একেবারে সহজ কথায় বলি, ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন ভাবে, ছোট ছোট চুক্তির মাধ্যমে কোন কাজ করেন, সেটাই ফ্রিল্যান্সিং। সেটা যে কোন ধরনের কাজ হতে পারে। অনলাইন এ হতে পারে আবার অফলাইন এও হতে পারে।
ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট! শেষ সাইটের নাম কেউ জানেন না!
আমাদের দেশের টিউটোরিয়াল গুলোতে সব যায়গা ফ্রিল্যান্সিং এর ডেফিনিশিন দেয়া হয়েছে কিন্তু মুক্ত পেশা কি আর কিভাবে কাজ করে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয় নাই সে সব টিউটোরিয়াল । আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে মুলত অনলাইন ফ্রিল্যান্সিং বুঝায়।
কিভাবে শুরু করতে হবে?
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবার প্রথম স্টেপস হচ্ছে, একটি মেজর ক্যাটাগরিতে মাস্টারিং স্কিল গ্যাদার করা। জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এনিমেশন। যে কোন মার্কেট এর ক্যাটাগরি ব্রাউজ করে চাইলে সব ক্যাটাগরি এবং জনপ্রিয় ক্যাটাগরির ধারনা পেতে পারেন।
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
অনলাইনে কাজ শুরু করতে চাইলে, ইন্টারন্যাশনাল অন্য ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতা করে কাজ পেতে হবে। তাই ভালো হয়, যদি আপনি অনলাইন এ কাজ শুরু করার আগে কিছুদিন অফলাইন এ জব করে, নিজের স্কিল টা প্রফেশনাল লেভেল এ নিয়ে যেতে পারেন।
কোন কাজ শিখবে আর ডিমান্ড বেশি কোনটির?
যে কাজে আপনি দক্ষ হবেন, সেটা করেই ভালো ইনকাম করা সম্ভব। সেটা যদি ট্রেডিশনাল কাজ হয় অথবা ইউনিক কাজ হয়, সমস্যা নেই। যেমন ধরেন, যদি ডান্স বা গান পারেন ভালো করে, তাহলে এর মাধ্যমেও ফ্রিল্যান্সিং করতে পারেন।
যে কোন কাজ শেখার আগে, ডিমান্ড না দেখে কাজ টি দেখুন, শিখতে ভাল লাগছে কিনা সেটা দেখুন। কারন, কাজ না শিখতে পারলে ডিমান্ড যতই থাকুক, লাভ হবে না। যেমন ধরেন, আমার কাছে মেশিন লার্নিং ভালো লাগে, আমি এটায় কাজ করে থাকি। অবশ্যই মেশিন লার্নিং এর হাই ডিমান্ড আছে। কিন্তু, যদি আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে মেশিন লার্নিং এ কিছুই করতে পারবেন না আপনি। আবার, মেশিন লার্নিং শিখতে যথেষ্ট সময়ের দরকার হবে।
তাহলে, মেশিন লার্নিং এর হাই ডিমান্ড থাকার পরো, সেটা কিন্তু ইউজার এর জন্য কোন সুফল বয়ে আনছে না। আবার যদি কেউ লিখতে পছন্দ করে, কিন্তু লেখার ভাষায় দক্ষতা কম থাকে, লিখতে লিখতে সেটা উন্নত হবে এং এক সময় এখান থেকে ভালো ইঙ্কাম আসবে।
আউটসোর্সিং কি?
ফ্রিল্যাস্নিং এর উলটা হচ্ছে আউটসোর্সিং! ফ্রিল্যান্সিং এ যেখানে আপনি কাজ করেন ইনকাম করার জন্য, আউটসোর্সিং এ ক্লায়েন্ট কাজ করিয়ে নেয় টাকার বিনিময়ে। আমাদের দেশে হরহামেশাই দেখা যায়, আউটসোর্সিং ট্রেইনিং করানো হয়। এই সব ট্রেইনিং সেন্টার শুরুতেই ভুল একটি মেসেজ দিচ্ছে এবং এসব যায়গা থেকে কিছু শেখার আশা না করাই ভালো।
আমি কি একজন ফ্রিল্যান্সার?
আমি একজন ফ্রিল্যান্সার নই, আমি হচ্ছে ফ্রিল্যান্স ডেভেলপার, ডিজাইনার, জার্নালিষ্ট! এখন, যদি সাধারন মানুষের কাছে বলি, আমি ফ্রিল্যান্স জার্নালিষ্ট, তাহলে সবার জন্য বুঝা টা কঠিন হয়ে যাবে। তাই, এই সমস্যা থেকে মুক্তির জন্য, সবাই বলে থাকে, আমি ফ্রিল্যান্সার। অনেকে তো আবার নিজের ফ্রিল্যান্স পরিচয় হাইড করে বলে, আমি আমেরিকান কোম্পা্নিতে চাকরি করি।
স্টুডেন্ট লাইফ এ ফ্রিল্যান্সিং?
ছাত্র অবস্থায় ফ্রিল্যান্সিং করা উচিৎ কি না, এ ব্যাপারে যথেষ্ট মত বিরোধ রয়েছে। যদি আপনার সুযোগ থাকে, টিউশনি থাকে বা পার্ট টাইম জব থাকে, তাহলে ফ্রিল্যান্সিং না করাই বেটার। কারন ফ্রিল্যান্সিং সাধারনত অনেক সময় নিয়ে নেয়। আর যদি একান্তই সুযোগ না থাকে, তাহলে তো করাই লাগবে।
ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই
ছাত্র অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করলে, আপনার কঠর পরিশ্রম করার মানুষিকতা থাকা লাগবে। কারন, একদিকে ফ্রিল্যান্সিং অনেক টাইম নিয়ে নিবে আর অন্য দিকে স্টাডি ঠিক রাখা লাগবে, এটা খুবই কঠিন কাজ।
ফ্রিল্যান্সিং করে অনেক অনেক আর্ন করবেন সেটা না চিন্তা করে, স্বাবলম্বী হবেন সেটা চিন্তা করুন। তাহলে, আপনি অনলাইন দুনিয়ায় সফল হতে পারবেন। শুভকামনা, নতুন ফ্রিল্যান্সার দের জন্য।
2 thoughts on “ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?”