আমাদের কাছে অনেকে জানতে চায় ফ্রিল্যান্সিং মার্কেট নিয়ে। বিশেষ করে, স্টুডেন্ট হিসাবে যারা লেখা-পড়ার পাশা-পাশি ফ্রিল্যান্সিং করতে চায় তাদের আগ্রহ অনেক বেশি। যদিও স্টুডেন্ট লাইফ এ ফ্রিল্যান্সিং কে সব সময় হাইলি ডিসকারেজ করে থাকি। এর বাইরে, যারা কেবল মাত্র ফ্রিল্যান্সিং শুরু করেছে, তারা ফ্রিল্যান্সিং মার্কেট গুলো নিয়ে না জানার ফলে, এমন সব মার্কেট এ কাজ করেন যেটা তাদের সময়ের সঠিক মুল্য দেয় না। অনেকে আবার একটি মাত্র মার্কেট নির্ভর ক্যারিয়ার শুরু করে দেয়। স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত কাজ রয়েছে এমন ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট নিয়ে আজকের আয়োজন! এই সাইট গুলো অথেনটিক, ভেরিফাইড এবং জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্লাটফর্ম!
১। কাজ কীঃ
কাজকী ডট কম হচ্ছে পাঠাও এর সাবেক কয়েকজন কর্মী এর তৈরি বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট। এই সাইট বাংলাদেশি ফ্রিল্যান্সার দের জন্য ফ্রিল্যান্সিং কাজের ব্যাবস্থা করে থাকে। এই সাইটি বাংলা সাপোর্ট করে তাই যাদের ইংরেজী ভাষায় দুর্বলতা আছে তারা এই সাইট এ কাজ করতে পারেন। এখানে বিকাশ এর মত লোকাল পেমেন্ট মেথড গুলো গ্রহন করে তাই ক্লায়েন্ট এবং ওয়ার্কার সবাই লোকালই কাজ শুরু করতে পারে যে কোন সময়। অন্য ফ্রিল্যান্সিং সাইট এর মত এখানে সব ধরনের কাজ পাওয়া যায়।
২। ফাইভারঃ
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কেট হচ্ছে ফাইভার। এখানকার বিশেষ বৈশিষট হচ্ছে, এখানে আপনাকে বায়ার খোজা লাগবে না, উলটা বায়ার আপনাকে খুজে বের করবে। এখানে আপনি স্কিল গুলোকে সাজিয়ে রাখবেন আর বায়ার সেটা খুজে বের করে যোগাযোগ করবে। এক সময় এই মার্কেট কে ৫ডলার এর মার্কেট বলে মকিং করা হলেও, এখন ফাইভার অনেক আপডেটেড আর অনেক সিকিউরড। রিসেন্ট সময়ে, ফাইভার প্রো লঞ্চ করা, ফাইভার একাডেমি, ফাইভার লাগো মেকার হচ্ছে ফাইভার এর বড় মার্কেট এর প্রমান। ইজরায়েল ভিত্তিক এই মার্কেট তাদের যাত্রা শুরু করে ২০০৫সালে। শুরু থেকেই, এই মার্কেট তাদের টার্মস এন্ড কন্ডিশনের ব্যাপারে জিরো টলারেন্স নিতি মেইন্টেইন করে আসছেন। তাই যারা ফাইভার এ কাজ করতে চান, সবার শুরুতে তাদের টার্মস এন্ড কন্ডিশন ভালো করে জানুন এবং মেনে চলুন।
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
৩। পিপল-পার-আওয়ারঃ
পিপল-পার-আওয়ার(কমনলি নোন এজ পিপিএইচ) লন্ডন ভিত্তিক ফ্রিল্যান্সিং মার্কেট যারা যাত্রা শুরু করে ২০০৯ সালে। ইতিমধ্য এই মার্কেটপ্লেস বায়ার এবং সেলারদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। এখানে কাজের সুভিদা হচ্ছে, কাজের মুল্য সব থেকে বেশি এবং তুলনামুলক কম ফ্রিল্যান্সার ক্লাউড। এখানে, চাইলে স্কিলস সাজিয়ে রাখতে পারেন, যেখান থেকে বায়ার রা খুজে বের করবে আবার চাইলে, বায়ার এর জবে বিড করে কাজ নিতে পারবেন। ভেরিয়াস ক্যাটাগরির কাজ আছে এখানে। মাঝের দিকে পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকলেও, বর্তমানে এখানে অনেক সুযোগ তৈরি হয়েছে।
৪। আপওয়ার্কঃ
ইল্যান্স এবং ওডেক্স মার্কেটপ্লেস মার্জ হয়ে আপওয়ার্ক মার্কেট যেটা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মধ্য নামকরা মার্কেট। নতুনদের জন্য এখানে কাজ পাওয়া টা সহজ নয়। এখানে বিড করতে হলেও পে করতে হয়। মুলত সাব-কন্টিনেন্টাল কান্ট্রি গুলোর সীমাহীন স্প্যামিং এর কারনে তারা এসব দেশের ফ্রিল্যান্সারদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। তবে কোয়ালিটি ফ্রিল্যান্সারদের জন্য এই মার্কেট তাদের দরজা খোলা রেখেছে ভালো করেই।
লোকাল সেরা সফটওয়্যার কোম্পানি ইন বাংলাদেশ
৫। ৯৯ডিজাইনঃ
এই সাইট টি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কন্টেষ্ট সাইট। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন পছন্দ করেন বা ক্রিয়েটিভ ডিজাইন করতে ভালো লাগে, তাহলে ৯৯ডিজাইন এ কাজ করতে পারেন। এখানে, সব সময় গ্রাফিক্স ডিজাইন এর বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর কন্টেষ্ট রানিং থাকে। যারা কন্টেষ্ট করে বিজিয় ছিনিয়ে আনতে চান, তাদের জন্য সেরা সাইট এটা। এর বাইরে, যারা নতুন তারা পোর্টোফোলিও বিল্ডিং এর জন্য এখানে কন্টেষ্ট করতে পারেন।
৬। ফ্রিল্যান্সারঃ
অস্ট্রেলিয়ান ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ফ্রিল্যান্সারা ডট কম। এখানে কন্টেষ্ট আর বিড দুই ভাবেই কাজ পাওয়া যেতে পারে। এখানকার ক্লায়েন্ট রা সাধারনত লং টাইম এর ক্লায়েন্ট হয়ে থাকে। বিড করার জন্য আলাদা ফিস দিতে হয় এখানে। শুরুতে কাজ করতে গেলে, কাজ পেতে অনেক পরিশ্রম করতে হয়।
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন
৭. গুরুঃ
গুরু ডট কম হচ্ছে আমেরিকান ফ্রিল্যান্স সাইট যেখানে অনেক কাজ আছে ফ্রিল্যান্স বিভিন্ন ক্যাটাগরিতে। এখানে শুরুর দিকে কাজ পাওয়া কঠিন নয়। সাইট নেভিগিয়েশন করা কিছুটা কঠিন আর ইউজার ইন্টারিফেস ডিজাইন ফ্রেন্ডলি নয়। তবে, কাজ শুরু করলে সমস্যা হয় না তেমন।
ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই
আমাদের একটি সমস্যা হচ্ছে, আমরা যে কোন মার্কেট এ কাজ না শিখেই ঝাপিয়ে পড়ি মার্কেট গুলোতে। এটা কোন ভাবেই উচিৎ নয়। সবার আগে স্কিলড হন তার পর শুরু করুন কাজ। এতে করে কাজ পেতে সমস্যা হবে না। আর ফ্রিল্যান্সিং রিলেটেড কোন সমস্যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব সময়। ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট ছাড়াও আরও অনেক সাইট আছে যেগুলাতে কাজ করা যায়।
2 thoughts on “ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট! শেষ সাইটের নাম কেউ জানেন না!”