বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অধিকাংশ মার্কেটপ্লেস বলতে আপওয়ার্ক, ফাইভার, পিপিএইচ বুঝেন আর গুরু বলতে বুঝেন বস বা মালিকদের! তবে, গুরু নামের এক ফ্রিল্যান্সিং মার্কেট আছে যেটা অনেকেই জানে না। আজ বলব গুরু মার্কেট নিয়ে বিস্তারিত। তবে তার আগে বলে নেই, গুরু ছাড়াও, এনভাটো, ৯৯ডিজাইন এর মত অনেক সাইট আছে যেখানে ফ্রিল্যান্স কাজ করে অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব। নতুন হোক, আর পুরাতন হোক সবার জন্যই ফ্রিল্যান্সিং মার্কেট গুরু(Best Fiverr Alternative Market) হতে পারে নতুন দিগন্ত।
গুরু কি এবং কিভাবে কাজ করে??
গুরু(Guru.com) হচ্ছে একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ফাইভার অলটারনেটিভ(Best Fiverr Alternative Market), যারা ১৯৯৮ সালে তাদের যাত্রা শুরু করেন। আমেরিকান এই আউটসোর্সিং সাইট প্রথম দিকে কাজ শুরু করলেও পরে অন্য সাইটগুলো বাজারে আসে। প্রতিযোগিতার এই যুগে, গুরু মার্কেট ফ্রিল্যান্সারদের কাছে তেমন পরিচিত না হলেও, ক্লায়েন্টদের কাছে দারুন জনপ্রিয়। আর এটাই হচ্ছে গুরুর অন্যতম বৈশিষ্ট। অন্যান্য ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলো যেখানে ফ্রিল্যান্সারদের নিয়ে হিমশিম খাচ্ছে, প্রয়োজনের তুলনায় অনেক বেশী ফ্রিল্যান্সার হওয়ায় অনেক নতুন নিয়ম করা হচ্ছে, অনেক মার্কেট তো সাব-কন্টিনেন্ট এর অনেক একাউন্ট এপ্রুভ করে না এখান। সেখানে, গুরু মার্কেট হচ্ছে উলটা। ক্লায়েন্ট আছে অনেক কিন্তু ফ্রিল্যান্সার!
সারাবিশ্বে ১.৫ মিলিয়ন ইউজার রয়েছে গুরুতে এবং ১ মিলিয়ন জব সম্পন্ন হয়েছে এই মার্কেটপ্লেস এর মাধ্যমে। এই মার্কেট এ মুলত জব পোস্ট করে ক্লায়েন্টরা আর ফ্রিল্যান্সার, স্কিল রিলেটেড জবে বিড করে। দুই ধরনের জব পোস্ট করা হয়, আওয়ারলি এবং ফিক্সড প্রাইস এর। আওয়ারলি জবে মুলত ঘন্টা চুক্তিতে পেমেন্ট করা হয় আর ফিক্সড জবে প্রজেক্ট বেসিস পে করা হয়।
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | ফেজবুক একাউন্ট হারানোর আগে সতর্ক হন
গুরু তে একাউন্ট করে কিভাবে?
গুরু মার্কেট এ একাউন্ট করা ফেজবুকে একাউন্ট খোলার মতই সহজ। Guru.com এ গিয়ে সাইন-আপ এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট করতে পারবেন। চাইলে, সোস্যাল সাইট ফেজবুক বা লিঙ্কডিন দিয়ে একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার পর সব তথ্য দিয়ে সাবমিট করলে একাউন্ট ১০০% হয়ে যাবে এবং আপনি জবে বিড করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এই মার্কেট এ বেসিক তথ্য এর পাশা-পাশি স্কাইপ আইডি, প্রফেশনাল ছবি যুক্ত করতে হবে তাই একাউন্ট খোলার সময় এগুলার প্রস্তুত রাখলে সুভিদা হবে।
কি কি কাজ করা যাবে?

মুলত প্রফেশনাল কাজ যেমন ডিজাইন, ডেভেলপমেন্ট, লিগ্যাল, লেখা-লেখি, সাপোর্ট এর কাজ গুলো জনপ্রিয় এই মার্কেট এ। এর বাইরেও, অন্য সব ক্যাটাগরির কাজ আছে এখানে। এই মার্কেট এ ফেইক সার্ভিস যেমন ফেক রিভিউ, ফেক ট্রাফিক ড্রাইভ, ফেজবুক লাইক, স্প্যামিং এর সার্ভিস সেল করা যায় না। এডাল্ট কনটেন্ট রিলেটেড সার্ভিস অফার করা যায় না। অন্যর ব্যাক্তিগত তথ্য বিক্রি করা যাবে না। যেটা জানেন, যেটা আপনার স্কিলস সেটাই সেল করতে পারেন।
টাকা তুলতে হয় কিভাবে?
গুরু(Best Fiverr Alternative Market) মার্কেট থেকে টাকা ৩ ভাবে তোলা গেলেও বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য এটা ১টি মাত্র পথ। ইউএস ব্যাংক, পেপাল এবং পেওনিয়ার সাপোর্ট করে গুরুতে। তবে বাংলাদেশের জন্য পেপাল বা ইউএস ব্যাংক ব্যাবহারের সুযোগ নেই। শুধু পেওনিয়ায় কার্ড দিয়ে পেমেন্ট নেয়া যাবে। পেমেন্ট রিকোয়েস্ট দিলে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্য টাকা কার্ড এ চলে আসবে। পেওনিয়ার কার্ড এর বিস্তারিত দেখতে পারেন এই আর্টিকেল এ।
আমি কিভাবে কাজ করতে পারি?
কাজ করার জন্য, প্রথমে একটি মেজর স্কিল ডেভেলপ করতে হবে! এবং সেই স্কিল প্রফেশনাল মানের হওয়া লাগবে, সাথে প্রমান হিসাবে স্যাম্পল বানিয়ে ফেলতে হবে। এর পর কমিউনিকেশন আর ইংরেজী স্কিলস নিয়ে কাজ করা লাগবে। যদি এসব হয়ে যায়, গুরুতে একাউন্ট খুলে ফেলুন। তবে, একাউন্ট খোলার আগে, অবশ্যই অবশ্যই গুরু এর টার্মস এন্ড কন্ডিশন খুব ভালো করে পড়ে নিবেন। একাধিকবার বিস্তারিত দেখতে তার পর শুরু করুন।
গুরু মার্কেট এ মুলত ক্লায়েন্ট এর জব পোস্ট এ বিড করে কাজ নিতে হয়। কম্পিটিশন কম হলেও শুন্য তো নয়। তাই, আপনাকে জানতে হবে কাভার লেটার লেখাও। কিভাবে লিখতে হয়, কি লেখা যায় আর কি লেখা যায় না সেটা নিয়ে একটু স্টাডি করুন। তার পর, বিড করা শুরু করুন। এখানকার সব থেকে বড় শুভিদা হচ্ছে, ফ্রিল্যান্সার কম, ক্রাউড নেই। তাই, মোটামোটি বিড করলে কাজ পাওয়া যায় আর ভালো সার্ভিস দিলে ক্লায়েন্ট রিপিট করে।
ইংরেজী তে দক্ষতা কেমন লাগবে?
শুধু গুরু না, যে কোন মার্কেট এ কাজ করার জন্য বা বাইরের দেশের ক্লায়েন্ট এর কাজ করার জন্য, ইংরেজী কমিউনিকেশন এর দক্ষতা থাকা লাগবে। ক্লায়েন্ট কিছু লিখে পাঠালে সেটা পড়ে বুঝা লাগবে, আর ক্লায়েন্ট এ লিখে বুঝাতে পারা লাগবে ইংরেজীতে। আর মাঝে মধ্য হয়ত কথাও বলা লাগতে পারে। যদি কথা না বলেও অনেকে সফলতার সাথেই মার্কেট গুলোতে কাজ করছেন।
কত টাকা ইনকাম করা যাবে?
কেমন কি ইনকাম হবে সেটা সরাসরি বলা সম্ভব নয়। কি কাজ করছেন, কি স্কিলস আছে আপনার, সময় কেমন দিচ্ছেন আর কাজের চাহিদা কেমন তার উপর নির্ভর করে কেমন ইনকাম হবে গুরু ডট কম(Best Fiverr Alternative Market) থেকে। তবে বাংলাদেশী কয়েক হাজার মানুষ এই মার্কেট থেকে কাজ করে ফ্যামিলি চালিয়ে নিচ্ছেন। অনেকে টিম নিয়ে কাজ করেন। ২০১৫ সালের দিকে কাজ শুরু করে আমি নিজেও টিম নিয়ে কাজ করেছি। একটু ডেডিকেশন দিয়ে কাজ করলে ১হাজার-১২শ ডলার ইনকাম করা খুব বেশী কঠিন কাজ নয়।
তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন
সবার শেষে একটা কথা না বললেই নয়, কোন রকম স্কিলস ছাড়া গুরু বা অন্য মার্কেট এ একাউন্ট করবেন না। এতে করে কাজ বুঝতে বুঝতে অনেকে হাড়িয়ে যায়, অনেকে অল্প দামে কাজ করে। এর প্রভাব পরে পুরো ফ্রিল্যান্স কমিউনিটির উপর! অনেক সময় দেখা যায়, না বুঝতে পারার জন্য একাউন্ট ব্যান হয়ে যায়, তখন নতুন একাউন্ট বানাতে যথেষ্ট বেগ পেতে হয়।
11 thoughts on “ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । Best Fiverr Alternative Market”