প্রতিনিয়ত বাড়ছে ভিডিও কন্টেন্ট এর চাহিদা এবং আমাদের অনেকেই এখন ভিডিও কন্টেন্ট বানান। ভিডিও কন্টের এর কোয়ালিটি অনেক গুলো বিষয় আর গ্যাজেট এর উপর নির্ভর করে। যার মধ্য সাউন্ড অন্যতম। বলা হয়ে থাকে সাউন্ড হচ্ছে ভিডিওর ৫০ভাগ গুরুত্ব বহন করে। আপনি যদি খুব ভালো ভিডিও বানান কিন্তু সাউন্ড বাজে হয় তাহলে আপনার ভিজিটর রা বাউন্স করে। Best microphone in bangladesh বা সেরা মাইক্রফোন ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায়।
সাউন্ড রেকর্ড করার জন্য আমরা অনেক রকম মাইক্রফোন ব্যাবহার করে থাকি। তবে, সমস্যা হচ্ছে বাংলাদেশে সব মাইক্রফোন এভেলএবল নয়। অনেক যায়গা দেখা যায়, নামে এক মাইক্রফোন আর কাজে অন্য, যে কারনে সাউন্ড ভালো আসে না। বাংলাদেশের সেরা ১০টি মাইক্রফোন এর বিস্তারিত নিচে দেয়া হলো!
১। বয়া এম১ (BOYA BY-M1): বয়া এম১ হচ্ছে সাউন্ড ইন্ডাস্ট্রির পেওনিয়ার। বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মাফিয়া সব ইউটিউবার বয়া এম১ মাইক্রফোন দিয়ে রেকর্ডিং শুরু করেছেন। দীর্ঘ দিন বয়া মাইক্রফোন ব্যাবহার করেছেন। বাংলাদেশ এর সব থেকে পপুলার সোহাগ৩৬০ (Sohag360), টেক বাংলা প্রো(Tech Bangla Pro), টেক এলার্ট (Tech Alert), টেক বাংলা (Bangla Tech) এখনও বয়া এর মাইক্রফোন ব্যাবহার করে। মজার ব্যাপার হচ্ছে, টেক চ্যানেল গুলোর রিভিউ ভিডিও শুরু করে বয়া এর ক্লিপ মাইক্রফোন দিয়েই।
বয়া এম১ মাইক্রফোন দিয়ে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, আইপ্যাড সব ডিভাইজ এ সাউন্ড রেকর্ড করা যায়। ঝামেলা কম, দামেও কম থাকায় কিন্তু সার্ভিস এ অনেক এগিয়ে। এই মাইক্রফোন এর ওয়ার অনেক লম্বা, মাথায় একটা সাউন্ডক্যাপচার, একটা ব্যাটারি স্লট। বিডিশপ থেকে কিনে ব্যাবহার করতে পারেন আপনার ভিডিও প্রডাকশনের জন্য। মাইক্রফোন কিনতে এখানে ভিজিট করুন।
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | ফেজবুক একাউন্ট হারানোর আগে সতর্ক হন
২। প্যানাসোনিক বুম মাইক্রফোন (Panasonic Boom Microphone): শুটিং এ লম্বা মাইক্রফোন হাতে দ্বাড়িয়ে থাকা দেখেছেন বা কাওকে লম্বা মাইক্রোফন হাতে ইন্টারভিউ নিতে দেখেছেন? লম্বা মাইক্রফোন হাতে আউটডোরে যে শুট হয় সেটা মুলত প্যানাসোনিক বুম মাইক্রফোন! আউটডোর এ প্রচন্ড সাউন্ড বা বাতাসের মধ্য ভালো সাউন্ড পেতে এই মাইক্রফোন এর বিকল্প নেই।
ইন্টারভিউ বা সিমিলার ভিডিওতে ব্যাবহার এর জন্য, প্যানাসোনিক বুম মাইক্রফোন বিগিনারদের জন্য সেরা হবে কারন এটা নয়েজ এলিমিনেট করে মেইন কার্ভ রেকর্ড করতে পারে। আর এটা সর্ট ডিসট্যান্ট এ ৬৬ডেসিব্যাল এবং লং ডিসট্যান্ট এ ৫০ডেসিব্যাল সাউন্ড ক্যাপচার এ সক্ষম। প্যানাসোনিক বুম মাইক্রফোন বিডিশপ এ পাওয়া যাবে এই লিঙ্ক এ।
৩। বিএম-১০০এফএক্স(BM-100FX Microphone): বিএম-১০০এফএক্স মাইক্রফোন হচ্ছে, বাংলাদেশের ইউটিউবারদের আরেকটি জনপ্রিয় মাইক্রফোন! আয়তনে কিছুটা বড় এবং হাতে ধরে কিছুটা ফিল পাওয়া যায় এই মাইক্রফোন এ। এই মাইক্রফোন এর পাওয়ার আসে ইউএসবি এর মাধ্যমে এবং মুলত স্টুডিওতে রেকর্ডিং এ ব্যাবহার করা হয়। লো বাজেটে নয়েজ ক্যানসেলিং মাইক্রফোন হিসাবে বিএম-১০০এফএক্স অন্যতম সেরা একটি সাউন্ড রেকর্ডার।
Best microphone in bangladesh বা সেরা মাইক্রফোন এর মধ্য, এই মাইক্রফোন এর গায়ে সাউন্ড লেভেল এবং ভলিউম লেভেল কন্ট্রলার আছে যেটা দিয়ে ইচ্ছা মত সাউন্ড এবং ভলিউম লেভেল করতে পারবেন। আর, মাইক্রফোন এর সাথে একটা পপ ফিল্টার, ছোট্ট স্ট্যান্ড লাগিয়ে অসাধারন রেকর্ড করা সম্ভব। কিনতে চাইলে, অনলাইন থেকে কিনতে পারেন।
৪। বিএম-৮০০ কন্ডেন্সার মাইক্রফোন (BM800 Condenser Microphone): বিএম-৮০০ কন্ডেন্সার মাইক্রফোন হচ্ছে বিএম-১০০এফএক্স এর সিরিজের আরেকটি মাইক্রফোন। মুলত বিএম-১০০এফএক্স আপডেট ভার্সন হচ্ছে বিএম-৮০০ কন্ডেন্সার মাইক্রফোন! এটা স্টুডিওতে বিশেষ করে নয়েজলেস যায়গা ব্যাবহার করা হয়। যারা মুখের সামনের দিক মাইক্রফোন রেখে কথা বলতে পছন্দ করেন তাদের জন্য এটা বিশেষ উপযোগী।
এটা সোর্স থেকে আসা অনেক রিচ এবং ডিটেইল সাউন্ড ক্যাপচার করে! সামনের পপ-ফিল্টার সামান্য নয়েজ কে রিমুভ করতে সহায়তা করে আর হাই ডেফিনিশন কার্ভ এ রেকর্ড করে। প্রফেশনাল রেকর্ডিং এর জন্য খুব ভালো একটি চয়েজ বিএম-৮০০ কন্ডেন্সার মাইক্রফোন। এটা অনলাইন থেকে কিনতে ক্লিক করুন এখানে।
৫। ব্লু ইয়েটি ইউএসবি মাইক্রফোন (Blue Yeti USB Microphone): Best microphone in bangladesh বা সেরা মাইক্রফোন এর নেক্সট মাইক্রফোন হচ্ছে ব্লু ইয়েটি! বিশ্বের বড় বড় রেকর্ডিং স্টুডিও, প্রফেশনাল কাজ, নিউজ এ যে মাইক্রফোন ব্যাবহার করা হয় সেটা ব্লু ইয়েটি ইউএসবি মাইক্রফোন! এটি দামেও অনেক বেশী এবং সার্ভিএ মাস্টার কোয়ালিটি। প্রফেশনাল ছাড়া বাকীদের জন্য এটা তেমন উপযোগী নয়।
এই মাইক্রফোনের জন্য আগে আপনাকে ব্যাবহার জানতে হবে। বেস্ট ইউটুলাইজ করতে পারলে নিঃসন্দেহে সেরা রেকর্ডিং পাবেন, আর না করতে পারলে সাউন্ড বাজে আসবে। এখানে প্রচুর কন্ট্রল সিস্টেম রয়েছে আপনার জন্য যেমন, হেডফোন ভলিউম, প্যাটার্ন ভলিউম, ইনস্টয়ান্ট মিউট, মাইক্রগেইন ইত্যাদি! সাউন্ড সোর্স অনুযায়ী এটার সেটয়াপ করে নিতে হয় শুরুতে এবং মাইক্রফোন যে সেটাপ এ থাকবে সাউন্ড সেভাবেই রেকর্ড হবে। ব্লু ইয়েটি ইউএসবি মাইক্রফোন কিনতে পারেন অনলাইন এর এই লিংক থেকে।
তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন
আপনি নিজের দিক থেকে চিন্তা করুন, ভালো সাউন্ড না হলে কি সেই ভিডিও দেখেন নাকী বদলে অন্য ভিডিও দেখেন? আপনার মতই অন্য সবাই ই! মাইক্রফোন এর বেস্ট ইউটিলাইজ করে সেরা সাউন্ড রেকর্ড করতে পারলে, ভিজিটর বাউন্স কমে যায়, তারা ভিডিও দেখতে আগ্রহী থাকে। তাই, ভিজিটর ধরে রেখে চ্যানেল গ্রো করাতে চাইলে, বা ভালো প্রডাকশন বানাতে চাইলে, আজই সেরা মাইক্রফোনটি নিয়ে নিন।
3 thoughts on “সেরা মাইক্রোফোন | Best Microphone In Bangladesh”