আমাদের মধ্য অনেকেই আছে যারা, অনলাইন এ ক্যারিয়ার গড়তে চান ফ্রিল্যান্সিং এর মাধ্যমে! যদি আপনি তাদের মধ্য একজন হয়ে থাকেন তাহলে শুরুতে আপনাকে ভাবতে হবে নিজেকে নিয়ে। ৩টি বিষয় না জেনে ভুলেও ফ্রিল্যান্সিং শুরু করবেন না! নিচে বিস্তারিত দেয়া হলোঃ
১। অনেক পরিশ্রমী হতে হবেঃ
অনলাইন এ কাজ করতে চাইলে বা ফ্রিল্যান্সিং শুরু করবেন মনে করলে, অবশ্যই অনেক বেশী পরিশ্রমী হতে হবে। আর রেগুলার কাজ করে যেতে হবে। অফলাইন এ কাজের ক্ষেত্রে অনেক সময় আমদের অঙ্কে লিংক থাকে, অনেক সময় ফেইস ভ্যালু কাজ করে আবার অনেক সময় অনুরোধ করে অনেক কাজ করিয়ে নেয়া যায়। কিন্তু অনলাইন এ কাজের সময় এই সব কিছুই কাজ করে না। শুধু মাত্র আমাদের স্কিল আর কাজের গতির উপর নির্ভর করে সব কিছু। আর ভালো কাজ করতে হলে অবশ্যই অনেক বেশী পরিশ্রম করতে হয়। তাই, অনেক বেশী পরিশ্রমী না হলে, অনলাইন এ আপনি টিকতে পারবেন না!
পুরো ব্লগ না পড়তে চাইলে,নিচের দেয়া এ সম্পর্কিত ভিডিওটি দেখতে পারেন!
৩টি যগ্যতা ছাড়া ভুলেও অনলাইন এ কাজের চিন্তা করবেন না ~ টেক এলার্ট
২। অনেক বেশী ধৈর্য থাকা লাগবেঃ
অনলাইন এ কাজের সময় আমাদের নানান দেশের ক্লায়েন্ট এর সাথে কাজ করা লাগে। তো কাজের সময় যদি একজন আমেরিকান ক্লায়েন্ট থাকে তাহলে তার সাথে রাতে কমিউনিকেশন করা লাগবে, আবার যদি একজন আয়ারল্যান্ড এর ক্লায়েন্ট থাকে তাহলে ভোরে কথা বলতে হবে। তাহলে এই যোগাযোগ রক্ষার জন্য অনেক ধৈর্য লাগছে। আবার ক্লায়েন্ট রা এক এক জন এক এক রকম হয়। কেউ কেউ অনেক কাজ করিয়ে কম টাকা দিতে চান, কেউ আছেন সহজে কিছু বুঝতে চায় না, আবার অনেক এ আছে নিজেরা ই বুঝে না, কি চায় সে।
অনেকে বলতে পারেন , রাত জাগা টা মেন্ডেটরি কি না! যখন শুরু করবেন তখন প্রফাইল থাকবে হালকা, ক্লায়েন্ট কম থাকবে তাই তাদের সুভদা অনুযায়ী কাজ করতে হবে, কমিউনিকেশন করতে হবে। যদি লোকালই টিম নিয়ে কাজ করেন তাইলে তো সমস্যা আরেক ধাপ বেশী! টিম এর কে কে আসল, কে আসল না, কাজের কি অবস্থা, কে কিছু বুঝল না। কাজের কোয়ালটি মেইনটেইন এর সমস্যা এর শেষ না। লোকাল ক্লায়েন্ট দের সাথে ফ্রিল্যান্স কাজ করলে একই ভাবে নানান সমস্যা হতে পারে। এ অবস্থায় যদি ধৈর্য না থাকে, তাহলে টিকতে পারবেন না কোন ভাবেই।
৩। সময় ইনভেস্টঃ
অনলাইন এ কাজের জন্য ইনভেস্ট করা টা অনেক জরুরী! তবে এখানে অর্থ ইনভেস্ট করতে হয় না, এখানে সময় ইনভেস্ট করা লাগে। আর সবাই জানি, সময় হচ্ছে অর্থের চেয়ে মুল্যবান। সময় ইনভেস্ট না করে, কোন কিছু না শিখে অনলাইন এ কিছুই করা সম্ভব না।
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
এবার আপনি চিন্তা করে দেখুন, ধৈর্য, পরিশ্রম আর সময় কি আছে আপনার! যদি একটি বা একাধিক না থাকে তাহলে ফ্রিল্যান্সিং এ আসার আগে চিন্তা করুন, আবার চিন্তা করুন। এই যোগ্যতা গুলো অর্জ ন করতে পারবেন কি না! এই ৩ যগ্যতা ছাড়া অনলাইন এ ব্যার্থ হওয়ার সমুহ সম্ভাবনআ আছে। আর যদি এগুলা থাকে, তাহলে অনলাইনন দুনিয়া তে আপনাকে স্বাগতম।
10 thoughts on “তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না”