কিছুদিন আগে আমি যখন ইউটিউবে কনটেন্ট বানানো শুরু করি, তখন সাউন্ড নিয়ে অনেক অভিযোগ ছিল। আমি নিজেও চিন্তিত ছিলাম যেহেতু মাইক্রফোন নিয়ে! কিন্তু একটু ঘাটাঘাটি করে দেখলাম, বাংলাদেশের অনেক বড় বড় টিউবার রা Boya BY M1 Microphone Review বা বয়া এম১ মাইক্রফোন ব্যাবহার করে থাকে। আরও দেখলাম, এই ছোট্ট মাইক্রফোনটি শুধু বাংলাদেশী টিউবার রা ব্যাবহার ই করেন না, তাদের একবারে শুরুর রিভিউ করা প্রডাক্টও বয়া এম১। ইউটিউবার ছাড়াও সাউন্ড রেকর্ডিং, ভিজুয়ালাইজেশন, নাটক নির্মান এর কাজে এটা ব্যাবহার করে থাকেন।

এটার বৈশিষ্ট হচ্ছে, ক্লিপ মাইক্রফোন হিসাবে ছোট, সহজে বহন যগ্য, ক্লিয়ার সাউন্ড ক্যাপচার, মোবাইল, ক্যামেরা, কম্পিউটার সব কিছুতে ব্যাবহার করা যায় এবং আলাদা সেটাপ করা লাগে না। এটা ব্যাবহারের জন্য আলাদা মোবাইল এপস লাগে না এবং ৩৬০ ডিগ্রী কাভারেজ দেয়। কম দামের মধ্য মাইক্রফোন হিসাবে এটা অন্যতম সেরা মাইক্রফোন বলাই যায়।

ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেট থেকে ইনকাম শুরু হোক এখনি


বয়া এম১ স্পেসিফিকেশনঃ

  • ব্র্যান্ডঃ বয়া(Boya)
  • মডেল নাম্বারঃ বয়া বিউয়াই-এম১(Boya BY-M1)
  • ট্রান্সডিউসারঃ ইলেকট্রিক কন্ডেন্সার
  • পোলার পইয়াটার্নঃ অমনিডাইরেকশনাল(৩৬০ ডিগ্রি বা চার দিকের সাউন্ড সমান ভাবে গহন করে)
  • ফ্রিকুয়েন্সি রেটঃ ৬৫হার্জ-১৮কিলোহার্জ
  • সিগনাল/নয়েজঃ ৭৪ডেসিবল এসপিএল
  • সেনসিটিভিটিঃ -৩০ডিবি+/-৩ডিবি/০ডিবি/পিএ,১কিলোহার্জ (-30dB +/- 3dB / 0dB=1V/Pa, 1 kHz)
  • আউটপু্ট ইমপিডেন্সঃ ১হাজার ওহম বা তার কম
  • কানেক্টরঃ ৩.৫মিলিমিটার (১/৮) ৪-পোল গোল্ড প্লাগ
  • এক্সেসরিজঃ লিপেল ক্লিপ, এলআর৪৪ ব্যাটারি, ফোম উইন্ডিস্ক্রিন, ১/৪” এডাপটার
  • ব্যাটারিঃ এলআর৪৪
  • ডাইয়মেনশনঃ Microphone: 18.00mmH x 8.30mmW x 8.30mmD
  • ক্যাবলঃ ৬ মিটার
  • মাইক্রফোন ওয়েটঃ ২.৫গ্রাম
  • পাওয়ার মডিউলঃ ১৮ গ্রাম

বয়া এম১ এর স্পেসিফিকেশন সংগ্রহ করা হয়েছে বিডিশপ এর ওয়েব সাইট থেকে।


মাইক্রফোন টি যেভাবে ব্যাবহার করতে হবেঃ

স্মার্টফোন, সাউন্ড রেকর্ডিং, কম্পিউটার এর জন্যঃ

মাইক্রফোনটি আনবক্স করে সেট করুন। সেট করুন বলতে যাস্ট কম্পনেন্ট গুলো লাগিয়ে ফেলুন। যে ডিভাইজ দিয়ে ব্যাবহার করতে চান, সেটায় প্লাগ-ইন করুন। রেকর্ডিং শুরু করুন।

কিছু স্মার্টফোন এ ইনপুট বক্স থাকে না। শুধু মাত্র অডিও জ্যাক থাকে। এই মোবাইল গুলোর জন্য অপেন ক্যামেরা এপ প্লেস্টোর থেকে নামিয়ে নিতে হবে। আর এপ থেকে এক্সটারনাল অডিও অপশন চালু করে দিতে হবে। ভিডিও/অডিও রেকর্ডিং এর সময় এই এপস এর সাহায্য করতে হবে।

মুলত, যে সব ফোন এ ইনবিল্ড ইনপু্ট সিস্টেম নেই, তাদের কে ইনপু্ট সিস্টেম এনাবল করার জন্যই এই এপস কাজ করে। খুবই সহজ আর ইউটিবে অনেক টিউটোরিয়াল আছে এ ব্যাপারে!

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই

ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | ফেজবুক একাউন্ট হারানোর আগে সতর্ক হন


ডিএসএলআর এর ক্ষেত্রেঃ

মোবাইল এর মতই সব কিছু, সাথে শুধু ব্যাটারি যুক্ত করতে হবে। এবং রেকর্ডিং এর সময় ব্যাটারির প্লাগ অন করে দিতে হবে।  কাজ শেষে সুইচ অফ না করলে ব্যাটারি ব্যাবহার হতেই থাকবে। তাই, সুইচ অফফ করতে ভুলবেন না।


Boya BY M1 Microphone Review এডভান্টেজঃ

  1. আলাদা সেট করার ঝামেলা নেই বা আলাদা এপস লাগে না এটার জন্য।
  2. ওজনে অনেক অল্প বলে সহজে বহন করা যায়।
  3. লো হেডিং নয়েজ গ্রহন করে এই মাইক্রফোন।
  4. অনেক ডিভাইজ এ একটাই ব্যাবহার করা যায়।

ডিস-এডভান্টেজঃ

  1. সাউন্ড অমনিডিরেকশনাল বলে সব ধরনের সাউন্ড গ্রহন করে, এমনকি নয়েজও গ্রহন করে থাকে।
  2. এর ব্যাটারি এলআর৪৪ অনেক সময় বাজারে খুজে পেতে কষ্ট হয়।
  3. সাউন্ড অনেক সময় ক্লেয়ার আসে না।

কাদের জন্য উপযোগীঃ

  • একবারে নতুন যারা সাউন্ড নিয়ে কাজ করছেন।
  • ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য।
  • যাদের বাজেট কম রয়েছে তাদের জন্য।
  • যারা কম নয়েজি যায়গা সাইন্ড রেকর্ডিং করতে পারবেন।
  • সেটাপ বা টেকনিক্যাল ঝামেলা এড়াতে চান তাদের জন্য।

যাদের জন্য এই মাইক্রফোন উপযোগী নয়ঃ

  • হাইলি এক্সপার্ট এবং দীর্ঘদিন সাউন্ড ইন্ডাস্ট্রি বা টিউবিং এ আছেন।
  • যারা মিউজিক নিয়ে কাজ করেন।
  • যারা হাইলি নয়েজ এড়িয়াতে বা আউটডোর এ রেকর্ডিং করবেন।
  • টেকনিক্যাল দিকে সাউন্ড সেটাপ এ দক্ষ যারা।

নকল বয়া মাইক্রফোন থেকে সাবধানঃ

বয়া মাইক্রফোন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটি নাম। অনেকেই এটার নকল বাজারে নিয়ে এসেছেন যেগুলো দেখতে হুবহু একই রকম। এমন কি একই নামেও দেখা গেছে। এই সব মাইক্রফোন দামে সমান হলেও, কোয়ালিটিতে অত্যান্ত নিম্নমানের। সাধারনত, নকম মাইক্রফোন গুলোতে, বয়ার নিজস্ব ট্রেডমার্ক করা প্ইয়াকেট থাকে না।

সেফ থাকার জন্য বিডিশপ থেকে বয়া এম১ এর অরিজিনাল মাইক্রফোন অনলাইন এ অর্ডার দিতে পারেনঅর্ডার করুন আজই এবং কোয়ালিটি পন্য বুঝে নিন।

বাজেটের মধ্য সেরা মাইক্রোফোন লিষ্ট । ৩ নাম্বার টা দেখে অবাক হবেন না!


যে কোন ভিডিও বা প্রডাকশনের কোয়ালিটি সাউন্ড এর উপর নির্ভর করে অনেক খানি। সাইন্ড ভালো না হলে ভিজিটর বা অডিয়েন্স রা দেখতে আগ্রহী হয় না। বাউন্স করে, অন্যদের রেকমেন্ড করে না। তাই, সাউন্ড ভালোর জন্য, Boya BY M1 Microphone Review বা বয়া এম১ মাইক্রফোন দিয়ে শুরু করতে পারেন, আপনার সাউন্ড জার্নি। সময়ের সাথেই চলা শুরু হোক আজ থেকেই।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Fiverr gig gloassary bangla Previous post ফাইভার গিগ টার্মস না জানলে গিগ বানাবেন ক্যামনে!
How to get payoneer master card in bangladesh Next post পেওনিয়ার মাস্টার কার্ড কি, কেন, কিভাবে । ফ্রি ২৫ ডলার নাকি ফাঁদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ