ইমেইল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ, যেখানে ইমেইল এর মাধ্যমে পন্য বা সেবা কে প্রমশন করা হয়। যারা অনলাইন এ নতুন ভাবে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন এবং সহজ কাজ খুজতেছেন তাদের জন্য ফ্রিল্যান্স ইমেইল মার্কেটিং হতে পারে সেরা একটি সুযোগ। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে চাইলে সবার শুরুতেই জানতে হবে, ইমেইল মার্কেটিং এর কাজের ক্ষেত্র কি কি আছে। ইমেইল মার্কেটিং এর কাজের ক্ষেত্র ব্যাপক এবং এই ক্যাটাগরিতে অনলাইন-অফলাইন দুই ভাবেই কাজ করা যায়।

অফলাইন এ কাজের ক্ষেত্রে আমাদের ইকমার্স ইন্ডাস্ট্রি তে কাজের সুযোগ রয়েছে। যেহেতু দেশের ইকমার্স সাইট গুলো নিয়মিত ইমেইল মার্কেটিং, ক্যাম্পেইন করে থাকে তাই এই কাজ করার জন্য তারা আলাদা মার্কেটার নিয়োগ দিয়ে থাকে। নিয়মিত বিডি জবস এ এ ধরনের সার্কুলার দেখা যায়। অনেক গুলো ইকমার্স সাইট নতুন করে কাজ শুরু করছে এবং কিছু শুরুর অপঅক্ষায় আছে! সবাই কিন্তু মার্কেটার খুজতেছেন! এর বাইরে, ডিজিটাল মার্কেটিং, টিভি-নিউজ চ্যানেল, অনলাইন চ্যানেল, অনলাইন নিউজ মিডিয়া সবার ই ইমেইল মার্কেটার এর দরকার আছে!


পুরো ব্লগ না পড়তে চাইলে, নিচের দেয়া ইমেইল মার্কেটিং সম্পর্কিত ভিডিওটি দেখতে পারেন!

ইমেইল মার্কেটিং এর মুল সুভিদা হচ্ছে এখানে প্রতিযোগিতা অনেক কম – টেক এলার্ট

যদি অনলাইন এ ইমেইল মার্কেটিং করতে চান ফ্রিল্যান্সার হিসাবে তাহলে সেখানেও অনেক সুযোগ রয়েছে। এর মধ্য সব থেকে বেশী উল্লেখ যগ্য হচ্ছে সরাসরি ফ্রিল্যান্সিং, এফিলিয়েট মার্কেটিং, সেলফ মার্কেটিং! বিস্তারিত নিচে দেয়া হলো!


ফ্রিল্যান্সিংঃ ইমেইল মার্কেটিং সাধারনত আমরা বিভিন্ন থার্ড পার্টি সফটয়্যার ব্যাবহার করে করে থাকি। যেখানে টেমপ্লেট ডিজাইন আর ক্যাম্পেইন এর কাজ করা হয় সাধারনত। আপনি চাইলে ইমেইল টেমপ্লেট ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন। টেমপ্লেট ডিজাইনার হিসাবে কাজ করার জন্য ডিজাইন শিখতে হবে। কিভাবে আই-ক্যাচিং ডিজাইন করা যায়, কিভাবে কল-টু-একশন যুক্ত করা যায়, ডিজাইন এর বেস্ট প্র‍্যাক্টিস কি কি ইত্যাদি। এর সাথে ডিজাইন সফটয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর জানলে খুব ভালো হবে। HTML, CSS জানা উচিৎ তাহলে ছোট-খাটো সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। একটি প্রফেশনাল টেমপ্লেট ডিজাইন এর জন্য মার্কেট এবং ক্লায়েন্ট ভেদে ৫-২০০ ডলার পর্যন্ত ইনকাম করা যায়।

আর মার্কেটার হিসাবে কাজের জন্য, ডিজাটাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং বেস্ট প্র‍্যাক্টিস, ইমেইল মার্কেটিং রুলস, স্প্যাম রুলস, জেনারেল ফিক্সিং শিখতে হবে। জানতে হবে কখন ক্যাম্পেইন করা লাগবে, কিভাবে সাবজেক্ট লিখতে হবে। ম্যানেজার বা Email Marketing কন্সাল্টেন্ট হতে চাইলে আরও বেশী জানা লাগবে। একটা Marketing ক্যাম্পেইনে সাধারনত ২০-১০০ ডলার চার্জ করা হয়। তবে কনসাল্টেন্সি বা ক্যাম্পেইন ম্যানেজার দের চার্জ আরও বেশী হয়। ইমেইল ফিক্সিং এর জন্য ফিক্স এর উপর দাম নির্ভর করে। আর মজার ব্যাপার হচ্ছে, শুধু ইমেইল সাব্জেক্ট(১লাইন) লিখেও অনেক সময় ১০-২০ ডলার ইনকাম করা যায়।

তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না!!

সেরা মাইক্রোফোন কিনুন সেরা দামে, আগে রিভিউ দেখে নিন এইখানে

মার্কেট এ যে কাজ গুলো দেখা যায় তার বেশীর ভাগ কাজ মেইলচিম্প এর হলেও অন্য থার্ড পার্টি সফটয়্যার যেমন গেটরিসপন্স, এওয়াবার, ক্যাম্পেইন মনিটর ইত্যাদি এর কাজ দিন দিন বারছে! এর বাইরে, ইমেইল মার্কেটার রা লিড জেনারেটর হিসাবে কাজ করতে পারেন। লিড জেনারেশন হচ্ছে টার্গেটেড কাস্টমার এর ইমেল এবং ডিটেইলস কালেক্ট করা। ইমেইল হচ্ছে Marketing Email এর র-ম্যাটারিয়ালস এবং ইমেইল মার্কেটার রা এর গুরুত্ব বুঝতে পারে। চাইলে, শুধু লিড জেনারেটর হিসাবে কাজ করে খুব ভালো ইনকাম করা যায়। লিড এর উপওর নির্ভর করে কেমন চার্জ আসবে।


এফিলিয়েট মার্কেটিংঃ বলা হয়ে থাকে, সব Email মার্কেটার ই কোন না কোন সময় এফিলিয়েট মার্কেটিং করে থাকে। এর কারন হচ্ছে, সব মার্কেটার এর কাছে পর্যাপ্ত লিড না থাকলেও ইমেইল মার্কেটার দের কাছে থাকে। আর লিড থাকলে সেখান থেকে সহজে এফিলিয়েট প্রমশন করা যায়। কাজ করতে করতে জমা হওয়া বা সংগ্রহ করে লিড জমিয়ে সেটা দিয়ে এফিলিয়েট মার্কেটিং করা যায়। শুরুতে কিছুটা কঠিন হলেও, ঠিক থাক মার্কেটিং করে সহজে হাজার ডলার ইনকাম করা সম্ভব। আবার, এফিলিয়েট না করে, সিপিএ মার্কেটিং এর মাধ্যমে ছোট ছোট পন্য প্রচার করেও অনেক টাকা ইনকাম করা যেতে পারে!


নিজস্ব সার্ভিস প্রচারঃ এই মার্কেটিং এর মাধ্যমে নিজের অন্য সার্ভিস গুলো সহজে প্রচার করা যায়। যেমন, ধরেন কেউ লারাভেল ডেভলপার আছেন। কিন্তু কাজ পাচ্ছেন না। তাহলে টার্গেটেড ক্লায়েন্ট এর লিড কালেক্ট করে ইমেইল মার্কেটিং করে কাজ পাওয়া যেতে পারে। এখন যেহেতু মার্কেট প্লেস গুলো নতুন ফ্রিল্যান্সার দের জন্য কঠিন হয়ে গেছে, এভাবে নিজের সার্ভিস প্রচার করে অনেক কাজ পাওয়া যেতে পারে।

ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড

ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | ফেজবুক একাউন্ট হারানোর আগে সতর্ক হন


ইমেইল টেমপ্লেট ডিজাইন এ খুভ ভাল ডিজাইন হলে থিমফরেস্ট এর মত মার্কেট এ রিসেল করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। তাহলে বুঝা যাচ্ছে, এই ক্যাটাগরিতে আপনি কত ইনকাম করতে চান সেটা নির্ভর করছে আপনার কোয়ালিটির উপর! চাইলে গুগোল, ইউটিউব ব্যাবহার করে মাস ছয়েক এর মধ্য ইমেইল মার্কেটিং শিখে ফেলতে পারেন। অলশ প্রকৃতির হলে, ট্রেইনিং সেন্টার গুলোতে গিয়ে শিখতে পারেন। বাংলাদেশে অনেক গুলো ট্রেইনিং সেন্টার আছে এই বিষয়ে এর কোর্স করা জন্য! এই লাইন এ মজার ব্যাপার হচ্ছে, অনলাইন এ সব কাজের খুব ক্রিয়েটিভ হতে হলেও, ইমেইল মার্কেটার হওয়ার জন্য খুব বেশী ক্রিয়েটিভ হতে হয় না।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Freelancing Bangla, ফ্রিল্যান্সিং বাংলা Previous post তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না
Fishing Website Alert Tech Alert Next post ফিশিং ওয়েবসাইট সতর্ক বার্তা | Fishing Website Bangla

16 thoughts on “ইমেইল মার্কেটিং করে ১০০০/মাসে ডলার ইনকাম করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ