ফাইভার এ সেলারদের লেভেল থাকে এবং লেভেল এর উপর অনেক কিছু নির্ভর করে। ফাইভার কর্তৃপক্ষ সেলার এর কাজের কোয়ালিটি, কমিউনিকেশন, ভ্যালু, রেটিংস সহ অনেক গুলো ফ্যাক্টর বিবেচনা করে, প্রতিমাসে ইভালুয়েশন এর মাধ্যমে সেলার এর লেভেল(Fiverr Levels Updated in 2020) নির্ধারন করে দেয়। প্রতি মাসের ১৫ তারিখে সেলার এর লেভেল রিভিউ আপডেট করা হয়ে থাকে। ফাইভার এ প্রতিটি লেভেল এ কি কি সার্ভিস পাবেন আর কি কি শর্ত পুরন করে লেভেল পাওয়া যাবে সেটা নিয়ে বিস্তারিত নিচে দেওয়া হলো!
লেভেল (০) শুন্যঃ
প্রাথমিক ভাবে, ফাইভার এ একাউন্ট খুলে, কোন গিগ প্রকাশ করলেই আপনি ফাইভার এ লেভেল (০)শুন্য ব্যাজ এর অন্তর্ভুক্ত হবেন। একাউন্ট ব্যান না হলে আর যদি কোন উন্নতি না হয় তাহলে এই লেভেল এ থাকবেন সব সময়। এটা ফাইভার এর সর্বনিম্ন সেলার লেভেল।
কি কি সুযোগ পাবেন ভেল (০)শুন্য তেঃ
- ৭ টি গিগ দিতে পারবেন মার্কেট এ। একই ক্যাটাগরির বা ভিন্ন ক্যাটাগরির হতে পারবেন। কোন গিগ ডিলিট করে, নতুন গিগ আপলোড দেয়া যাবে তবে কোন ভাবেই ৭ এর বেশী গিগ দেয়া সম্ভব হবে না।
- প্রতিটি গিগ এ ২টি গিগ এক্সট্রা যুক্ত করতে পারবেন এবং সেগুলার প্রাইজ সর্বচ্চ ২০ ডলার (৫,১০ বা ২০) হতে পারবে।
- ৫টি গিগ মাল্টিপল দেয়া যাবে। সর্বচ্চ ৫টি হলেও সর্বনিম্ন ০ হতে পারবে।
- বায়ার কে কাস্টম অফার সেন্ড করা যাবে ০ থেকে শুরু করে ৫ হাজার ডলার এর মধ্য।
- অর্জিত রেভিনিউ ক্লেয়ার হবে ১৪ দিনে।
ফাইভার কি সেটা জানেন তো! ফাইভার মার্কেটপ্লেস এর এ টু জেড
ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই
সেলার লেভেল ১ঃ
সেলার হিসাবে ৬০দিন হলে ফাইভার এ লেভেল১ এর প্রাথমিক শর্ত পুরন হবে। এর পর বাকী শর্ত পূরন সাপেক্ষে লেভেল১ এ একাউন্ট আপগ্রেড হবে। শর্তসমুহ হচ্ছে-
- একাউন্ট ৬০দিন একটিভ থাকা লাগবে।
- নুন্যতম ১০ টি সেল কমপ্লি্ট করতে হবে।
- সম্পুর্ন সেলিং রেভিনিউ ৪০০ ডলার হওয়া লাগবে।
- বিগত ৬০ দিনে রেটিংস ৪.৭ এর উপরে থাকা লাগবে।
- অর্ডার ডেলিভারি রেট, অন-টাইম ডেলিভারি এবং রেসপন্স রেট ৯০% এর উপর থাকা লাগবে।
- বগত ৩০ দিনে একাউন্ট ওয়ার্নিং মুক্ত হওয়া লাগবে।
কি কি সুযোগ পাবেন লেভেল১ তেঃ
- ১০টি গিগ দিতে পারবেন মার্কেট এ। একই ক্যাটাগরির বা ভিন্ন ক্যাটাগরির হতে পারবেন। কোন গিগ ডিলিট করে, নতুন গিগ আপলোড দেয়া যাবে তবে কোন ভাবেই ১০ এর বেশী গিগ দেয়া সম্ভব হবে না।
- প্রতিটি গিগ এ ৪টি গিগ এক্সট্রা যুক্ত করতে পারবেন এবং সেগুলার প্রাইজ সর্বচ্চ ৪০ ডলার (৫,১০,২০ বা ৪০) হতে পারবে।
- ১০টি গিগ মাল্টিপল দেয়া যাবে। সর্বচ্চ ৫টি হলেও সর্বনিম্ন ০ হতে পারবে।
- বায়ার কে কাস্টম অফার সেন্ড করা যাবে ০ থেকে শুরু করে ৫ হাজার ডলার এর মধ্য।
- অর্জিত রেভিনিউ ক্লেয়ার হবে ১৪ দিনে।
- ফাইভারে গিগ প্রমোশন এর জন্য বিবেচিত হবেন।
সেলার লেভেল ২ঃ
সেলার(Fiverr Levels Updated in 2020) হিসাবে ১২০দিন হলে ফাইভার এ লেভেল২ এর প্রাথমিক শর্ত পুরন হবে। এর পর বাকী শর্ত পূরন সাপেক্ষে লেভেল২ এ একাউন্ট আপগ্রেড হবে। শর্তসমুহ হচ্ছে-
- একাউন্ট ১২০দিন একটিভ থাকা লাগবে।
- নুন্যতম ৫০ টি সেল কমপ্লি্ট করতে হবে।
- সম্পুর্ন সেলিং রেভিনিউ ২০০০ ডলার হওয়া লাগবে।
- বিগত ৬০ দিনে রেটিংস ৪.৭ এর উপরে থাকা লাগবে।
- অর্ডার ডেলিভারি রেট, অন-টাইম ডেলিভারি এবং রেসপন্স রেট ৯০% এর উপর থাকা লাগবে।
- বগত ৩০ দিনে একাউন্ট ওয়ার্নিং মুক্ত হওয়া লাগবে।
কি কি সুযোগ পাবেন লেভেল২ তেঃ
- ২০টি গিগ দিতে পারবেন মার্কেট এ। একই ক্যাটাগরির বা ভিন্ন ক্যাটাগরির হতে পারবেন। কোন গিগ ডিলিট করে, নতুন গিগ আপলোড দেয়া যাবে তবে কোন ভাবেই ২০ এর বেশী গিগ দেয়া সম্ভব হবে না।
- প্রতিটি গিগ এ ৫টি গিগ এক্সট্রা যুক্ত করতে পারবেন এবং সেগুলার প্রাইজ সর্বচ্চ ৫০ ডলার (৫,১০,২০,৪০ বা ৫০) হতে পারবে।
- ১৫টি গিগ মাল্টিপল দেয়া যাবে। সর্বচ্চ ৫টি হলেও সর্বনিম্ন ০ হতে পারবে।
- বায়ার কে কাস্টম অফার সেন্ড করা যাবে ০ থেকে শুরু করে ৫ হাজার ডলার এর মধ্য।
- অর্জিত রেভিনিউ ক্লেয়ার হবে ১৪ দিনে।
- ফাইভারে গিগ প্রমোশন এর জন্য বিবেচিত হবেন।
- ফাইভার সক্সেস স্টোরির জন্য বিবেচিত হবেন।
- ফাইভার সাপোর্ট এ প্রায়োটিটি পাবেন।
টপ লেভেল সেলারঃ
সেলার হিসাবে ১৮০দিন হলে ফাইভার এ টপ লেভেল সেলার(Fiverr Levels Updated in 2020) এর প্রাথমিক শর্ত পুরন হবে। তবে, ফাইভার এ টপ লেভেল সেলার হচ্ছে সব থেকে দামী এবং ভ্যালুয়েবল সেলার। সব ফ্যাক্টর ফিল করলে ফাইভার মেনুয়াল রিভিউ করে এই লেভেল দিয়ে থাকে। এর পর বাকী শর্ত পূরন সাপেক্ষে টপ লেভেল সেলার এ একাউন্ট আপগ্রেড হবে। শর্তসমুহ হচ্ছে-
- একাউন্ট ১৮০দিন একটিভ থাকা লাগবে।
- নুন্যতম ১০০ টি সেল কমপ্লি্ট করতে হবে।
- সম্পুর্ন সেলিং রেভিনিউ ২০,০০০ ডলার হওয়া লাগবে।
- বিগত ৬০ দিনে রেটিংস ৪.৭ এর উপরে থাকা লাগবে।
- অর্ডার ডেলিভারি রেট, অন-টাইম ডেলিভারি এবং রেসপন্স রেট ৯০% এর উপর থাকা লাগবে।
- বগত ৩০ দিনে একাউন্ট ওয়ার্নিং মুক্ত হওয়া লাগবে।
কি কি সুযোগ পাবেন টপ লেভেল সেলারঃ
- ৩০টি গিগ দিতে পারবেন মার্কেট এ। একই ক্যাটাগরির বা ভিন্ন ক্যাটাগরির হতে পারবেন। কোন গিগ ডিলিট করে, নতুন গিগ আপলোড দেয়া যাবে তবে কোন ভাবেই ৩০ এর বেশী গিগ দেয়া সম্ভব হবে না।
- প্রতিটি গিগ এ ৬টি গিগ এক্সট্রা যুক্ত করতে পারবেন এবং সেগুলার প্রাইজ সর্বচ্চ ১০০ ডলার (৫,১০,২০,৪০, ৫০ বা ১০০) হতে পারবে।
- ২০টি গিগ মাল্টিপল দেয়া যাবে। সর্বচ্চ ২০টি হলেও সর্বনিম্ন ০ হতে পারবে।
- বায়ার কে কাস্টম অফার সেন্ড করা যাবে ০ থেকে শুরু করে ১০,০০০ হাজার ডলার এর মধ্য।
- অর্জিত রেভিনিউ ক্লেয়ার হবে ৭ দিনে।
- ফাইভারে গিগ প্রমোশন এর জন্য বিবেচিত হবেন।
- ফাইভার সক্সেস স্টোরির জন্য বিবেচিত হবেন।
- ফাইভার সাপোর্ট এ ভিয়াইপি প্রায়োটিটি পাবেন।
ফাইভার নতুন একাউন্ট? পাঁচ পরামর্শ মেনে চললে কাজের অভাব হবে না কখনও!
অন্য সেলারদের থেকে ১০ হাত এগিয়ে থাকতে চাইলে, ফাইভার টার্মস জানুন এখনই
তো, এই হচ্ছে ফাইভার এর লেভেল নিয়ে বিস্তারিত। এর থেকে বেশী তথ্য ফাইভার লেভেলস এর অফিশিয়াল সাইট থেকে দেখে নিতে পারবেন। মুলত ফাইভার এ যত লেভেল পাওয়া যায় তত বেশী ট্রাফিক আসে গিগ এ। যেহেতু ফাইভার গিগ এর ট্রাফিক কন্ট্রল করে তাই তারা লেভেল বারলে ট্রাফিক বাড়িয়ে দেয়। লেভেল উন্নতির জন্য ফাইভার এ ভালো কাজ এর কোন বিকল্প নেই।
6 thoughts on “ফাইভার লেভেলস কি? কোন লেভেল এর কি কি সুবিধা?”