অনলাইন এ ডোমেইন নাম সিলেক্ট করা, কোম্পানির নাম সিলেক্ট করার মতই গুরুত্ব পূর্ন। কারন, এই নামটি আপনার কোম্পানিকে ডিজিটাল দুনিয়ায় পরিচয় বহন করবে। এ জন্যই ডোমেইন নাম এমন হওয়া উচিৎ যেটা কোম্পা্নি কে রিপ্রেজেন্ট করে, সহজে মনে রাখা যায় এবং যেটা সাধারন ইউজারদের কাছে গ্রহন যগ্য। যদি মনে করেন ডোমেইন কিনবেন তাহলে এই আর্টিকেল আপনার জন্যই।

সেরা ডোমেইন সিলেক্ট করতে পারেন ১০টি টিপস মেনে খুব সহজেই। চলুন দেখে নেয়া যাক বিস্তারিত…

১। সহজ এবং ছোট নামঃ ডোমেইন নাম সিলেক্ট করার জন্য ছোট একটি নাম চয়েজ করুন। নামটি যেন উচ্চারন এবং বানান সহজ হয় সেদিকে লক্ষ্য রাখুন। ১-২শব্দের মধ্য হলে খুব ভালো হয়। কারন, এতে ইউজারদের মনে রাখতে সহজ হয় এবং কিবোর্ড এ টাইপ করতে সুভিদা হয়।

২। কিওয়ার্ড ব্যাবহারঃ ডোমেইন নাম সিলেক্ট এর সময় কিওয়ার্ড রাখার চেষ্টা করুন। যেমন, যদি কোন কোম্পানি ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সার্ভিস দেয়, তাহলে নামের আগে বা শেষে ওয়ার্ডপ্রেস শব্দ যুক্ত করা যেতে পারে। এটা সার্চ ইঞ্জিনে র‍্যাংক পেতে সহায়তা করে আবার অপরিচিত ভিজিটরদের কোম্পানির ব্যাপারে জানতে সহায়তা করে।

ফাইভার নতুন একাউন্ট? পাঁচ পরামর্শ মেনে চললে কাজের অভাব হবে না কখনও!

৩। এড়িয়ার নাম যুক্ত করাঃ ধরেন, ঢাকার একটা কোম্পানির নাম ডায়ান্ট্রি কিন্তু ডায়ান্ট্রি ডট কম ডোমেইনটি এভেলএবল নয়। এক্ষেত্রে, ডায়ান্ট্রি ঢাকা ডট কম নেয়া যেতে  পারে। আবার, লোকাল কোন সার্ভিস এর জন্য ডোমেইন নিলে, সেটায় লোকাল এড়িয়ার নাম যুক্ত করলে ইউজার রা সহযে বুঝতে পারে।

৪। এভয়েড নাম্বার-হাইফেনঃ ডোমেইন নাম সিলেক্ট করার সময় হাইফেন এবং নাম্বার এভয়েড করার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায়, এক্সেক্ট ম্যাচ ডোমেইন পাওয়া যায় না তখন অনেকে নাম্বার বা হাইফেন যুক্ত করে ডোমেইন কিনেন। এটা কোন ভাবেই করা উচিৎ নয়। ইউজারদের হাত সাধারনত কিবোর্ড এর ক্যারেক্টার এর দিকে থাকে, তাই টাইপ করার মাঝে নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার এর দিকে হাত নিয়ে যাওয়া কঠিন।

আবার, ২৪/৭ দিয়ে আমরা বুঝাই সপ্তাহে ৭দিন ২৪ঘন্টা। কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে ২৪৭ মানে একটা সংখ্যার বেশী কিছু নয়। একই ভাবে, স্পেশাল ক্যারেক্টার সার্চ ইঞ্জিনের কাছে স্পেশাল নয়। এ ক্ষেত্রে আগের ডোমেইন সব সময় প্রায়োরিটি পাবে।

৫। মেমরেবল নামঃ কোম্পানির জন্য ডোমেইন সিলেক্ট করার জন্য যে নাম সিলেক্ট করবেন, সেটা যেন সবার মনে থাকে। যেমন, যমুনা গ্রুপ এর ডোমেইন নেম, যমুনা গ্রুপ ডট ওয়ারজি। একজন ইউজার সহজেই অন্যদের বলতে পারবেন, যমুন গ্রুপ। একই ভাবে, জুমশেপার দিয়ে জুমলার সার্ভিস, উইডেভস দিয়ে ডভেলপমেন্ট এর কাজ করে থাকে।

সেরা দোমেইন কিনতে হলে জানতে হবে কিভাবে সিলেক্ট করে – টেক এলার্ট বাংলা

৬। রিসার্চঃ যদি এক্সিস্টিং ডোমেইন কিনতে চান, তাহলে ভালো করে রিসার্চ করে নিতে হবে। অনেক ডোমেইন নামের সাথে লিগ্যাল ইস্যু থাকে। অনেক ডোমেইন এ আবার থাকে স্প্যামিং হিস্ট্রি। এসব ঝামেলা এড়ানোর জন্য, নাম কেনার আগেই, ডোমেইন এর ব্যাপারে ভালো করে রিসার্চ করুন।

৭। টপ এক্সটেনশন ব্যাবহার করুনঃ প্রতিষ্ঠান এর ক্ষেত্রে ডোমেইন নাম সিলেক্ট করার সময় টপ লেভেল এক্সটেনশন যেমন ডট কম, ডট ওয়ারজি ব্যাবহার কউন। এগুলা ইউজারদের কাছে যেমন গ্রহনযগ্যতা পায়, তেমন সার্চ ইঞ্জিনে প্রায়োরিটি পায়।

৮। ডোমেইন প্রটেকশনঃ যে কোন ডোমেইন কেনার আগে দেখুন, ডোমেইন প্রভাইডার প্রটেকশন দিবেন কি না। অনেক সময়, রিসেলার প্রভাইডার রা ডোমেইন প্রটেকশন ব্যাবহার করে না। এ ক্ষেত্রে, অনেক সময় ডোমেইন অন্য কোম্পানির আয়োত্ত্বে চলে যায়। এটা হলে লস আপনারই হবে।

তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না

৯। দ্রুত কিনে ফেলুনঃ নাম সিলেক্ট করার পর পর সেটা কিনে ফেলুন। অনলাইন এ প্রতি মুহুর্তে নতুন নতুন সাইট যুক্ত হচ্ছে, তাই যদি সিলেক্টেড ডোমেইন না কিনে ফেলে রাখেন, তাহলে সেটা অন্য কেউ কিনে ফেলতে পারে। ডোমেইন কিনবেন নাকি না, দোটানায় থাকবনে না।

১০। ট্রেন্ডে গা ভাসাবেন নাঃ ডোমেইন নাম সিলেক্ট করার সময় ট্রেন্ডস এ গা ভাষাবেন না। কারন, আজ যেটা ট্রেন্ডস আছে, কাল সেটা নাও থাকতে পারে। নামটি এমন ভাবে সিলেক্ট করুন যেন সেটা ট্রেন্ডি না হয়ে স্ট্যাবল হয়। লং টার্ম এ সেটা কাজে দেয়। ডোমেইন নেম বার বার চেঞ্জ করা যায় না, তাই ভেবে চিনতে একবারেই ডোমেইন নিন।

উপরের ১০টি চেকলিষ্ট দেখে যদি ডোমেইন কিনেন, তাহলে সেটা সুন্দর একটা ডোমেইন হবে সেটা বলাই যায়। একটা ব্যাবসাইক নাম, যেটা পুরো কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা যেন সবার কাছে গ্রহযগ্যতা পায়। তাই সিলেকশনে তাড়া-হুড়া করবেন না, কিন্তু সিলেক্ট হয়ে গেলে কিনে ফেলবেন দ্রুত।

ফ্রিল্যান্সিং মার্কেট গুরু । একাউন্ট খুলে কাজ শুরু করুন আজ এখনই

বাংলাদেশ থেকে ডোমেইন কেনা বেশ সমস্যার। কারন, অনেকের কার্ড নেই, অনেকের কার্ড থাকলেও ট্রানজেকশন হয় না। যাদের এ রকম সমস্যা আছে, কিন্তু ডোমেইন কিনবেন ভাবছেন, তারা টেক এলার্ট এর পেইজ এ যোগাযোগ করতে পারেন। আমরা, ডোমেইন কিন্ততে সহতা করব সব সময়।

আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
what is freelancing Previous post ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
মোবাইল এপ ডেভেলপমেন্ট Next post মোবাইল এপ ডেভেলপমেন্ট নিয়ে কিছু বেসিক আলোচনা, সবার জানা জরুরী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ