পিপল পার আওয়ার হচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যারা ২০০৫সালে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট হিসাবে যাত্রা শুরু করে। এই মার্কেট টি ২০১৯-২০ সালের মার্কেট গুলোর মধ্য অন্যতম জনপ্রিয় মার্কেটপ্লেস। এখান কার সুভিদা হচ্ছে, এই মার্কেট এ কাজের প্রারিশ্রমিক সম-সাময়িক কাজের তুলনায় অনেক বেশি। কাজ অনুযায়ী সর্বচ্চ প্রারিশ্রমিক পাবেন এখানেই।

পিপল পার আওয়ার এ বিড করে এবং আওয়ারলি সেল করে কাজ করা যায়। বিড হচ্ছে আপওয়ার্ক এর মত। এখানে, বায়ার রা জব পোস্ট করবে। জবের ডেস্ক্রিপশন থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, সময় বাজেট থাকবে। আপনাকে বিড করে, অন্য সব বিডারদের সাথে প্রতিযোগিতা করে কাজ করতে হবে। ফাইনালি, বায়ার এর সাথে এক মত হলে, সার্ভিস শুরু করবেন এবং পেমেন্ট গ্রহন করবেন।

৩৫ ডলার ফ্রি কিন্তু কিনতে হবে এইখান থেকেই – টেক এলার্ট বাংলা

আওয়ারলি সেলিং এর জন্য, ইউজার রা তাদের সার্ভিস গুলো সাজিয়ে রাখবে আওয়ারলি হিসাবে। দোকানে যেভাবে পন্য সাজিয়ে রাখা হয়। বায়ার, তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস খুজে বের করে কিনে নিবে। বায়ার কে কাজ ডেলিভারি করার পর সে পেমেন্ট করে দিবে। এই হচ্ছে বিড এবং আওয়াওলি এর কাজের সিস্টেম।

পিপল পার আওয়ার এ যদি কাজ করতে চান তাহলে শুরুতেই একাউন্ট করা লাগবে। মজার ব্যাপার হচ্ছে, পিপল পার আওয়ার এ নতুন একাউন্ট খুললে পাবেন ৩৫ডলার বা ২৮০০টাকা ফ্রিতে। তবে এর জন্য আমাদের রেফারেল থেকে একাউন্ট করা লাগবে। আর টাকা টা ক্যাশ হিসাবে পাবেন না। গিফট কার্ড হিসাবে পাবেন। এটা শুধু মার্কেট এ যে কোন কিছু পারসেস করার জন্য ব্যাবহার করা যাবে।

ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

পিপল পার আওয়ার একাউন্ট করতে পারেন এই লিংক থেকে। এই মার্কেট এ কাজ শুরু করার আগে, এখান কার টার্মস খুব ভালাও করে পড়ে নিবেন। কারন, পিপলপারআওয়ার তাদের টার্মস এন্ড কন্ডিশন খুব স্ট্রেইট ভাবে মেইনটেইন করে থাকে।

ফাইভার এবং আপওয়ার্ক এর রিসেন্ট আপডেট এড় কারনে নতুনদের কাজ পাওয়া খব কঠিন হয়ে গেছে। বিশেষ করে ফাইভার প্রো লঞ্চিং করে নতুন ফ্রিল্যান্সারাদের কাজের পরিমান আরও কমে গেছে। আপওয়ার্ক এ অনেক দিন যাবত একাউন্ট এপ্রুভ করানোতে সমস্যা হচ্ছে। এই অবস্থায়, পিপল পার আওয়ার হতে পারে সেরা সুযোগ নতুন ফ্রিল্যান্সার দের জন্য।

পেওনিয়ার মাস্টার কার্ড কি, কেন, কিভাবে । ফ্রি ২৫ ডলার নাকি ফাঁদ!

এই মুহুর্তে পিপল পার আওয়ার এ ভালো করে কাজ করে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন সহজেই। এই মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ক্লায়েন্ট আছে আর ফ্রিল্যান্সার এর সংখ্যা তুলনামুলক কম। এই মার্কেট কিছু দিন অভজার্ভ করলেই এটা বুঝতে পারবেন।

এখানে কাজ পাওয়ার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে, কাজের পোর্টফোলিয় থাকলে ভালো হবে। কমিউনিকেশন আর মার্কেটিং দক্ষতা থাকা দরকার। শুরুতে যদি একটি খারাপ রিভিউ পান তাহলে তার জন্য কাজ করা অনেক কঠিন হবে।

ফ্রিল্যান্সিং এর সেরা ৭ সাইট! শেষ সাইটের নাম কেউ জানেন না!

আমি ফ্রিল্যান্সিং এর শুরুতে এখানে প্রচুর কাজ করেছি। এখানকার বেশির ভাগ ক্লায়েন্ট ইউকে এর। ওস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকান বায়ার আছে অনেক। এই মার্কেট নিয়ে কিছু জানার থাকলে আমাদের পেইজ গালিব নোটস এ নক দিতে পারেন। এর বাইরে ফ্রিল্যান্সিং সংক্রান্ত সমস্যা তে আমাদের সাথে যোগাযোক করতে পারেন।

আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
সিপিএ মার্কেটিং এর নামে স্প্যামিং!, TechAlert Bangla Previous post সিপিএ মার্কেটিং এর নামে স্প্যামিং!
পিপল পার আওয়ার নাকি ফাইভার Next post পিপল পার আওয়ার নাকি ফাইভার – কোন মার্কেট প্লেস নতুনদের জন্য উপযোগী?

3 thoughts on “পিপল পার আওয়ার এ একাউন্ট খুল্লেই পাবেন ২৮০০টাকা ফ্রি!

    1. অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর্টিকেল টি ফেজবুকে বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন যাতে তারাও জানতে পারে। সেফ থাকুন।

  1. প্লিজ একটু বলবেন কি এখানে একাউনট এপ্রুভ করতে গেলে কি স্কিল টেস্ট দেওয়া লাগবে নাকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ