ইদানিং অনেক আমাদের কে জানিয়েছেন, তাদের ফেজবুক আইডি এবং পেইজ হ্যাক হওয়ার কথা! ফেজবুক আইডি হ্যাক হওয়ার জন্য অনেক কারন থাকলেও সব চেয়ে বেশী রিস্ক থাকে, ফিশিং সাইট(Fishing Website Bangla) এর মাধ্যমে হ্যাকিং! এটা মুলত নিম্ন শ্রেণির হ্যাকারদের দিয়ে হয়ে থাকে!

সাধারনত হ্যাকাররা এক্সাইটেড অফার বা সার্ভিস অফার করে এবং কোন শর্ট লিংক দিয়ে দেয়। ভিজিটর সেখানে গেলে নতুন করে লগিন করতে বলে আর কেউ লগিন করলে সাথে সাথে হ্যাকার রা আইডির ইমেল এবং পাসওয়ার্ড পেয়ে যায়।

যেমন ধরেন, খেলা দেখার সময় দেখলেন লাইভ টিভি এর লিংক কেউ ফেজবুকে শেয়ার করেছেন। আপনি লিংক এ ক্লিক করলেন আর নতুন ওয়েব পেইজ আসল ফেজবুকের লগিন পেইজ এর মত। লগিন করে খেলা দেখা শুরু করে দিলেন। বুঝতেও পারলেন না, আপনার আইডি এবং ইমেইল অন্যর দখলে চলে গেল।

এভাবে পাসওয়ার্ড হাড়ালে প্রথম যে সমস্যা হয়, আপনি বুঝতেই পারবেন না। আর ইমেইল-পাসওয়ার্ড দুটোই হ্যাকার এর দখলে থাকায় সহজে সে আপনার আইডিতে ঢুকে যেতে পারে। আপনি বুঝতেই পারবেন না।

আবার ধরেন বললো, বিকাশ হ্যাক করে নিয়ে নিন ফ্লেক্সি, বা জিপি হ্যাক করে আনলিমিটেড ইন্টারনেট। শর্ট লিংক থেকে সেম ভাবে অন্য পেইজ এ গিয়ে লগিন করলেন আর সমস্যাতে পড়লেন।

তাই, এই ব্যাপারে সতর্ক থাকুন। যে কোন যায়গা লগিন করার আগে, URL ভালো করে লক্ষ করুন। শর্ট লিংক দেখলে ক্লিক না করাই ভালো। আর, অত্যান্ত লোভনীয় কোন ইমেইল পেলেই বা অফার পেলে ক্লিক করবেন না। আর নিয়মিত পাসওয়ার্ড আপডেট করুন। লগিন একটিভিটি চেক করুন। তাহলে এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। টু-স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখুন।

তিনটি বিষয় না জেনে কখনই ফ্রিল্যান্সিং শুরু করবেন না

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ১০০০/মাস ডলার ইনকাম করুন


এই আর্টিকেল টি বন্ধুদের সাথে সেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, ফিশিং সাইট( Fishing Website Bangla) এর মাধ্যমে যদি বন্ধু বিপদে পরে, তাহলে সেটা আপনারও সমস্যা হবে। টেক এলার্ট এর অন্যান্য টিউন দেখতে পারেন হোম পেজ থেকে আর যোগাযোগের জন্য ক্লিক করুন এখানে। সবাই ভালো থাকবেন।


আসাদুল্লাহ

আসাদুল্লাহ

মোঃ আসাদুল্লাহ একজন টেক ব্লগার! টেকনোলজির বিভিন্ন বিষয়ে জানতে এবং জানাতে ভালবাসে সে! অনলাইন মেইক মানি, গ্যাজেট, ট্রিক্স, অনলাইন সিকিউরিটি নিয়ে নিজে জানার সাথে সাথে সবাই কে জানাতেই এই ব্লগ!
Techalertbangla.com email marketing Previous post ইমেইল মার্কেটিং করে ১০০০/মাসে ডলার ইনকাম করুন
fiverr bangla tech alert Next post ফাইভার মার্কেটপ্লেস | Fiverr Bangla Tutorial
Close

টেক এলার্ট এর জনপ্রিয় ভিডিওঃ